scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

খেলায় মহিলাদের পিছনে লগ্নি করলে ফল আসবে, কেক কেটে অভিনব সেলিব্রেশন

ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ১
  • 1/8

চলতি টোকিও অলিম্পিকে এখনও পর্যন্ত ভারতের হয়ে নারীশক্তির জয়জয়কার। যে কটি পদক এসেছে তা মহিলারাই এনেছেন।

ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ২
  • 2/8

ফলে যত কম জনপ্রিয় হোক না কেন, মহিলাদের ঠিকমতো রক্ষণাবেক্ষণ ও পোষণ করলে যে তাঁরা নিরাশ করবে না তা পরিষ্কার। 

ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ৩
  • 3/8

বুধবার ভারতীয় মহিলা হকি টিম অলিম্পিকে প্রথমবার পদকের জন্য নামছে। সেখানে জিতলে যেমন পদক নিশ্চিত তেমনই হারলেও সুযোগ থাকছে।

Advertisement
ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ৪
  • 4/8

অলিম্পিকে নারীশক্তির সাফল্য ও ভবিষ্যত সাফল্য কামনা করে শিলিগুড়িতে ক্রীড়াপ্রেমীরা কেক কাটলেন। আদতে তারা ক্রিকেট লাভার্স। কিন্তু ক্রীড়াক্ষেত্রের জন্য সর্বদা অগ্রণী।

 

ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ৫
  • 5/8

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে ক্রিকেট লাভার্সরা সমস্ত খেলার মহিলা খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন সেলিব্রেশন করলেন। 

ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ৬
  • 6/8

কেক কাটতে ডেকে নেওয়া হয়েছিল শিলিগুড়ি জেলা মহিলা ক্রিকেট দলের সদস্যাদের। তাঁদের নিয়ে কেক কাটা হয়। সর্বকনিষ্ঠ সদস্যাকে এগিয়ে দেওয়া হয় কেক কাটতে।

ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ৭
  • 7/8

শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সভাপতি মনোজ ভার্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত মহিলারা প্রত্যাশার চেয়ে ভাল খেলছে। অলিম্পিকই তার প্রমাণ।

Advertisement
ক্রীড়াজগতে নারী শক্তির সাফল্য কামনা ৮
  • 8/8

যেখানে পুরুষরা প্রত্যাশা পূরণে ব্যর্থ সেখানে মহিলারা উজ্জ্বল। তার উপর বুধবার হকি দলের খেলা রয়েছে। তাদের জয় কামনার পাশাপাশি সমস্ত খেলায় মহিলাদের সাফল্য কামনা ও উদযাপন করা হল।

Advertisement