scorecardresearch
 
Advertisement
খেলা

Arshdeep Singh Harshal Gibbs: 'তুমি বিশ্বকাপটাই ফেলে দিলে,' সহজ ক্যাচ ফেলে সে বার গিবসকেও শুনতে হয়েছিল, PHOTOS

এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ৫ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচের ১৮তম ওভারে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। অনেকেই মনে করছেন ম্যাচের এই গুরুত্বপূর্ণ সময় ক্
  • 1/8

এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ৫ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচের ১৮তম ওভারে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। অনেকেই মনে করছেন ম্যাচের এই গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ফেলে দেওয়ারেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরপর আসিফ ভুবনেশ্বর কুমারের ওভারে একটি ছক্কা ও একটি চার মেরে দলকে জয়ের রাস্তা দেখান।
 

এরপরেই তরুণ ফাস্ট বোলারকে নিয়ে ট্রোল করতে দেখা যায় সমর্থকদের। তাঁর উইকিপিডিয়ার পেজের তথ্যও বিকৃত করা হয় বলে অভিযোগ। তাঁকে 'খালিস্তানি' প্রমাণের চেষ্টা করা হতে থাকে।
  • 2/8

এরপরেই তরুণ ফাস্ট বোলারকে নিয়ে ট্রোল করতে দেখা যায় সমর্থকদের। তাঁর উইকিপিডিয়ার পেজের তথ্যও বিকৃত করা হয় বলে অভিযোগ। তাঁকে 'খালিস্তানি' প্রমাণের চেষ্টা করা হতে থাকে। 
 

তবে বড় মঞ্চে ক্যাচ মিসের ঘটনা এর আগেও অনেক হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সুপার ৬-এর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার হার্শেল গিবস সুপার-6 ম্যাচে তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ফেলে দিয
  • 3/8

তবে বড় মঞ্চে ক্যাচ মিসের ঘটনা এর আগেও অনেক হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সুপার ৬-এর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার হার্শেল গিবস সুপার-6 ম্যাচে তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ফেলে দিয়েছিলেন। ক্যাচ মিস করার পর স্টিভ ওয়া গিবসকে বলেছিলেন বন্ধু, 'শুধু ক্যাচ নয়, তুমি বিশ্বকাপটা ফেলে এলে।'
 

Advertisement
১৯৯৯ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলে ছিলেন গ্যারি কার্স্টেন, হ্যান্সি ক্রনিয়ে, জন্টি রোডস, ল্যান্স ক্লুসেনার এবং শন পোলকের মতো তারকারা। সুপার-৬-এর ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৭৫ র
  • 4/8

১৯৯৯ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলে ছিলেন গ্যারি কার্স্টেন, হ্যান্সি ক্রনিয়ে, জন্টি রোডস, ল্যান্স ক্লুসেনার এবং শন পোলকের মতো তারকারা। সুপার-৬-এর ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। হার্শেল গিবস ১৩৪ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং একটি ছক্কা।
 

শুধু গিবস নয়, রান পেয়েছিলেন ড্যারেন কুলিনান, জন্টি রোডস, ল্যান্স ক্লুসেনাররাও। কুলিনান ৫০ করেন। ক্লুসেনার ৩৬ ও জন্টি করেন ৩৯ রান। ২৭৬ রান সেই সময় বেশ নিরাপদ ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচ জিততে চলেছে দক্ষিণ আফ্রিকাই।
  • 5/8

শুধু গিবস নয়, রান পেয়েছিলেন ড্যারেন কুলিনান, জন্টি রোডস, ল্যান্স ক্লুসেনাররাও। কুলিনান ৫০ করেন। ক্লুসেনার ৩৬ ও জন্টি করেন ৩৯ রান। ২৭৬ রান সেই সময় বেশ নিরাপদ ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচ জিততে চলেছে দক্ষিণ আফ্রিকাই। 
 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ৪৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। কঠিন পরিস্থিতির মধ্যেও স্টিভ ওয়া ও রিকি পন্টিং দারুণ ব্যাট করতে থাকেন। ১২৬ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন তাঁরা।
  • 6/8

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ৪৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। কঠিন পরিস্থিতির মধ্যেও স্টিভ ওয়া ও রিকি পন্টিং দারুণ ব্যাট করতে থাকেন। ১২৬ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন তাঁরা।
 

স্টিভ ওয়া যখন ৫৬ রান করে ব্যাট করছিলেন, তখন হার্শেল গিবস তাঁর ক্যাচ ফেলে দেন। ক্যাচ মিস হওয়ার পর স্টিভ ওয়ার প্রতিক্রিয়া দেখার মতো ছিল। সেই সময় গিবসকে তিনি যে কথাটা বলেছিলেন, তা ক্রিকেট ভক্তরা কখনও ভুলবে না। ম্যাচে ১২০ রান করার পরও অপরাজিত থাকেন স্টিভ ও
  • 7/8

স্টিভ ওয়া যখন ৫৬ রান করে ব্যাট করছিলেন, তখন হার্শেল গিবস তাঁর ক্যাচ ফেলে দেন। ক্যাচ মিস হওয়ার পর স্টিভ ওয়ার প্রতিক্রিয়া দেখার মতো ছিল। সেই সময় গিবসকে তিনি যে কথাটা বলেছিলেন, তা ক্রিকেট ভক্তরা কখনও ভুলবে না। ম্যাচে ১২০ রান করার পরও অপরাজিত থাকেন স্টিভ ওয়া। অস্ট্রেলিয়া দলও সেই ম্যাচে পাঁচ উইকেটে জয়ী হয়।
 

Advertisement
গিবসের ফেলে দেওয়া ক্যাচটিকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মূল্যবান ক্যাচ হিসেবে ধরা হয়। সেমিফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচটিতেও দারুণ উত্তেজনা ছিল। উভয় দলই ২১৩ রান করে। স্কোর টাই থাকলেও সুপার-৬ টেবিলে ভালো পারফরম্যান্সের কারণে ফাইনালে জ
  • 8/8

গিবসের ফেলে দেওয়া ক্যাচটিকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মূল্যবান ক্যাচ হিসেবে ধরা হয়। সেমিফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচটিতেও দারুণ উত্তেজনা ছিল। উভয় দলই ২১৩ রান করে। স্কোর টাই থাকলেও সুপার-৬ টেবিলে ভালো পারফরম্যান্সের কারণে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। এরপর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।   
 

Advertisement