scorecardresearch
 
Advertisement
খেলা

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখ জুড়োনো ১০ গোল, PHOTOS

তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আন্তর্জাতিক ফুটবলে ১০৯টি গোল করে ফেলেছেন। শুধু আন্তর্জাতিক ফুটবল নয়, ক্লাব ফুটবলেও বিভিন্ন ক্লাব মিলিয়ে প্রচুর গোল করার রেকর্ড রয়েছে তাঁর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরে আসার পর যদি
  • 1/11

Cristiano Ronaldo Top 10 Goals: তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আন্তর্জাতিক ফুটবলে ১০৯টি গোল করে ফেলেছেন। শুধু আন্তর্জাতিক ফুটবল নয়, ক্লাব ফুটবলেও বিভিন্ন ক্লাব মিলিয়ে প্রচুর গোল করার রেকর্ড রয়েছে তাঁর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরে আসার পর যদিও খুব বেশি গোল করতে দেখা যায়নি সিআর সেভেনকে। দেখে নেওয়া যাক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা সেরা দশ গোল

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম পোর্টসমাউথ: প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি কিকে গোল করেন রোনাল্ডো। পোর্টসমাউথের গোলে ছিলেন ডেভিড জেমস। রোনাল্ডোর নাকলবল ফ্রিকিক রুখতে ব্যর্থ হন তিনি। ডান দিকের টপ কর্নার থেকে বল জালে জড়িয়ে যায়। এরপর থেকেই রোনাল্ডোকে সেটপিস বিশেষজ্ঞ
  • 2/11

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম পোর্টসমাউথ: প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি কিকে গোল করেন রোনাল্ডো। পোর্টসমাউথের গোলে ছিলেন ডেভিড জেমস। রোনাল্ডোর নাকলবল ফ্রিকিক রুখতে ব্যর্থ হন তিনি। ডান দিকের টপ কর্নার থেকে বল জালে জড়িয়ে যায়। এরপর থেকেই রোনাল্ডোকে সেটপিস বিশেষজ্ঞ হিসেবে ধরা হয়। 


 

পোর্তো বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড: ২০০৯ সালের ১৫ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে পোর্তোর বিরুদ্ধে দারুণ গোল করেন রোনাল্ডো। প্রায় বিপক্ষের মিডফিল্ড থেকে বল ধরে নিয়ে গোল করেন রোনাল্ডো। ১-০ গোলে এই ম্যাচ জিতে নেয় ইউনাইটেড। এগ্রিগেডে ৩-২
  • 3/11

পোর্তো বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড: ২০০৯ সালের ১৫ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে পোর্তোর বিরুদ্ধে দারুণ গোল করেন রোনাল্ডো। প্রায় বিপক্ষের মিডফিল্ড থেকে বল ধরে নিয়ে গোল করেন রোনাল্ডো। ১-০ গোলে এই ম্যাচ জিতে নেয় ইউনাইটেড। এগ্রিগেডে ৩-২ ব্যবধানে জিতে যায় রেড ডেভিলসরা। 
 

 

Advertisement
আলমেরিয়া বনাম রিয়াল মাদ্রিদ: পেনাল্টি বক্সের মধ্যে সবসময়ই রোনাল্ডো ভয়ঙ্কর হয়ে ওঠেন। দুইজন ফুটবলারের চ্যালেঞ্জ টপকে বাঁ পায়ের শটে গোল করে যান রোনাল্ডো। ২-১ গোলে এই ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
  • 4/11

আলমেরিয়া বনাম রিয়াল মাদ্রিদ: পেনাল্টি বক্সের মধ্যে সবসময়ই রোনাল্ডো ভয়ঙ্কর হয়ে ওঠেন। দুইজন ফুটবলারের চ্যালেঞ্জ টপকে বাঁ পায়ের শটে গোল করে যান রোনাল্ডো। ২-১ গোলে এই ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
 

সেভিলা বনাম রিয়াল মাদ্রিদ: সেভিলাকে সামনে পেলেই জ্বলে ওঠেন রোনাল্ডো। ২৭ বার সেভিয়ার জালে বল ঢুকিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার। তবে তার মধ্যে সেরা ২০১১ মরশুমে করা গোল। করিম বেঞ্জেমার প্রায় ৩০ গজ লম্বা বাড়ান বল ধরে গোল করেন রোনাল্ডো। ডানদিকের টপ কর্নারে শট
  • 5/11

সেভিলা বনাম রিয়াল মাদ্রিদ: সেভিলাকে সামনে পেলেই জ্বলে ওঠেন রোনাল্ডো। ২৭ বার সেভিয়ার জালে বল ঢুকিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার। তবে তার মধ্যে সেরা ২০১১ মরশুমে করা গোল। করিম বেঞ্জেমার প্রায় ৩০ গজ লম্বা বাড়ান বল ধরে গোল করেন রোনাল্ডো। ডানদিকের টপ কর্নারে শট রাখেন তিনি। শুধু তাই নয়, রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যে সেই ম্যাচে ৬-২ গোলে জেতে রিয়াল।
 

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া: নির্ধারিত সময় অবধি ২-১ গোলে এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। সেই ম্যাচে মাথা ঠাণ্ডা রেখে ব্যাক হিলে গোল করেন রোনাল্ডো। দি মারিয়ার বাঁদিক থেকে তোলা ক্রস ধরে শেষ মুহূর্তে গোল করেন তিনি।
  • 6/11

রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া: নির্ধারিত সময় অবধি ২-১ গোলে এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। সেই ম্যাচে মাথা ঠাণ্ডা রেখে ব্যাক হিলে গোল করেন রোনাল্ডো। দি মারিয়ার বাঁদিক থেকে তোলা ক্রস ধরে শেষ মুহূর্তে গোল করেন তিনি।

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/HZszswIyH3w.jpg","video_url":"https://www.youtube.com/watch?v=HZszswIyH3w","settings":{"responsive":1,"width":"854","height":"480","autoplay":1},"settings_summary":["Embedded Video (Responsive, autoplaying)."]}

রিয়াল মাদ্রিদ বনাম এস্প্যানিওল: এই ম্যাচে একাই বল নিয়ে দৌড়ে গোল করেন সিআর ৭। সেই সময় এমনিতেও ৩-০ গোলে জিতছিল রিয়াল। জেমস রডরিগেজের পাস অন্য ফুটবলারের গায়ে লেগে রোনাল্ডোর পায়ে পড়ে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের আগে থেকেই শটে গোল করে যান রোনাল্ডো।
  • 7/11

রিয়াল মাদ্রিদ বনাম এস্প্যানিওল: এই ম্যাচে একাই বল নিয়ে দৌড়ে গোল করেন সিআর ৭। সেই সময় এমনিতেও ৩-০ গোলে জিতছিল রিয়াল। জেমস রডরিগেজের পাস অন্য ফুটবলারের গায়ে লেগে রোনাল্ডোর পায়ে পড়ে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের আগে থেকেই শটে গোল করে যান রোনাল্ডো। 
 

Advertisement
হাঙ্গেরি বনাম পর্তুগাল: ২০১৬ সালের ইউরো কাপে হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে হারছিল পর্তুগাল। সেই ম্যাচে গোল করে ম্যাচ ড্র করেন রোনাল্ডো। জাও মারিওর ডানদিক থেকে করা ক্রসে গোল করেন পর্তুগাল অধিনায়ক। সেই বছরেই ইউরো কাপ জিতে যায় পর্তুগাল।
  • 8/11

হাঙ্গেরি বনাম পর্তুগাল: ২০১৬ সালের ইউরো কাপে হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে হারছিল পর্তুগাল। সেই ম্যাচে গোল করে ম্যাচ ড্র করেন রোনাল্ডো। জাও মারিওর ডানদিক থেকে করা ক্রসে গোল করেন পর্তুগাল অধিনায়ক। সেই বছরেই ইউরো কাপ জিতে যায় পর্তুগাল। 
 

 

জুভেন্টাস বনাম রিয়াল মাদ্রিদ: জুভেন্টাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ গোল করেন রোনাল্ডো। শরীরকে শূন্যে ভাসিয়ে ব্যাকভলি মারেন তিনি। এই গোলকে নিজের করা অন্যতম সেরা গোল বলে মনে করেন রোনাল্ডো। এই গোল রোনাল্ডোর ভক্তরাও কোনও দিন ভুলতে পারবেন না।
  • 9/11

জুভেন্টাস বনাম রিয়াল মাদ্রিদ: জুভেন্টাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ গোল করেন রোনাল্ডো। শরীরকে শূন্যে ভাসিয়ে ব্যাকভলি মারেন তিনি। এই গোলকে নিজের করা অন্যতম সেরা গোল বলে মনে করেন রোনাল্ডো। এই গোল রোনাল্ডোর ভক্তরাও কোনও দিন ভুলতে পারবেন না। 


 

পর্তুগাল বনাম স্পেন: ২০১৮ বিশ্বকাপে ৮৮ মিনিটে ফ্রি কিক পায় পিছিয়ে থাকা পর্তুগাল। দারুণ দক্ষতায় সেই ফ্রিকিক থেকে গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে রক্ষা করেন রোনাল্ডো। ঠিক জায়গায় রাখার পাশাপাশি সময়মত বল ডিপ করান রোনাল্ডো। ফলে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সেভ
  • 10/11

পর্তুগাল বনাম স্পেন: ২০১৮ বিশ্বকাপে ৮৮ মিনিটে ফ্রি কিক পায় পিছিয়ে থাকা পর্তুগাল। দারুণ দক্ষতায় সেই ফ্রিকিক থেকে গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে রক্ষা করেন রোনাল্ডো। ঠিক জায়গায় রাখার পাশাপাশি সময়মত বল ডিপ করান রোনাল্ডো। ফলে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সেভ করার সুযোগ ছিল না।
 

 

জুভেন্টাস বনাম ম্যানচেস্টার ইউনাইটেড:ম্যাচের ৬৫ মিনিটে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো। চলতি বলে ভলি মেরে তা জালে জড়িয়ে দেন তারকা ফুটবলার। যদিও সেই ম্যাচে ১-২ ব্যবধানে হারতে হয়েছিল ইউনাইটেডকে।
  • 11/11

জুভেন্টাস বনাম ম্যানচেস্টার ইউনাইটেড:ম্যাচের ৬৫ মিনিটে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো। চলতি বলে ভলি মেরে তা জালে জড়িয়ে দেন তারকা ফুটবলার। যদিও সেই ম্যাচে ১-২ ব্যবধানে হারতে হয়েছিল ইউনাইটেডকে।  

   
 

Advertisement