এশিয়া কাপ ২০২২-এ (Asia Cup 2022) ২২ গজের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা যেমন সকলকে চমকে দিয়েছে, ঠিক তেমনি স্টেডিয়ামে নিজের সৌন্দর্যের ছটায় সকলকে মাত করেছেন এক আফগান সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি।
রশিদ খান-নবিদের ফ্যান এই মহিলা স্টেডিয়ামে খেলা দেখতে এসে নিজের ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিয়েছেন। আফগানিস্তানের পতাকা হাতে নিয়ে চিৎকার করতে থাকা রহস্যময়ী এই যুবতির নাম ওয়াজমা আইয়ুবি (Wazhma Ayoubi)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে (Bollywood) কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন ওয়াজমা। ২৮ বছর বয়সী এই যুবতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেছেন।
এশিয়া কাপে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচ চলাকালীন তিনি প্রচারের আলোতে আসেন। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।
ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরা তাঁর দিকে যেতেই আফগানিস্তানের পতাকা হাতে লাফাতে দেখা যায় ওয়াজমাকে। আফগান খিকেটারদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় ওয়াজমাকে।
আফগানিস্তানে জন্মালেও কর্মসূত্রে তিনি দুবাইতে থাকেন। আর সেই জন্যই দুবাই ও শারজাহে অনুষ্ঠিত আফগানিস্তানের ম্যাচে দেখা গিয়েছে তাঁকে।