scorecardresearch
 
Advertisement
খেলা

Shane Warne : শেন ওয়ার্নের এক চোখের রং ছিল সবুজ, আরেকটির নীল, দেখুন...

শেন ওয়ার্ন
  • 1/7

বিশ্বের তাবড় ব্যাটাররা প্যাভেলিয়নে ফিরেছেন তাঁর ঘূর্ণির মুখে পড়ে। তাঁর লেগ-ব্রেক বারেবারেই ভেঙে দিয়েছে বিপক্ষের ব্যাটিং লাইন-আপ। বিশ্বের অন্যতম সেরা দলের সদস্য হিসেবে ক্রিকেটকে দিয়েছেন অনেককিছু। তিনি শেন ওয়ার্ন (Shane Warne)। আজ তাঁর জন্মদিন (Shane Warne Birthday)। 

শেন ওয়ার্ন
  • 2/7

মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের (Australian Cricketer Shane Warne)। 

শেন ওয়ার্ন
  • 3/7

শেন ওয়ার্নের হাতে বল মানে, উইকেটের সামনে ব্যাট হাতে যিনিই দাঁড়িয়ে থাকুন না কেন, প্রকাশ্যে না হলেও মনে মনে সমীহ করতেই হত। দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট জীবনে হাজারেরও বেশি উইকেট নিয়েছেন শেন। 

Advertisement
শেন ওয়ার্ন
  • 4/7

তার মধ্যে শুধুমাত্র টেস্টেই নিয়েছেন ৭০৮টি উইকেট। একদিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ২৯৩। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ইউকেট শিকারি অস্ট্রেলিয়ার এই স্পিন বোলার। 

শেন ওয়ার্ন
  • 5/7

ক্রিকেটের পাশাপাশি শেন ওয়ার্নের ব্যক্তিগত জীবনও বারেবারে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর তার নেপথ্যে অন্যতম কারণই ছিল বিতর্ক। ডোপ, নারী সংক্রান্ত কেলেঙ্কারি বা প্রকাশ্যে বাক-বিতণ্ডা-সহ বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে তাঁর।

শেন ওয়ার্ন
  • 6/7

এছাড়া শারীরিকভাবেও শেন ওয়ার্ন ছিলেন বিশেষ। জন্মগতভাবে হেটেরোক্রোমিয়া (Heterochromia Eyes) ছিল তাঁর। যার জেরে তাঁর ডান চোখের মনির রং ছিল নীল এবং ডান চোখের মনির রং ছিল সবুজ।

শেন ওয়ার্ন
  • 7/7

এহেন বর্ণময় এক ক্রিকেট চরিত্রের গতি আচমকাই থেমে যায় গত ৪ মার্চ। তবে তাঁর ভক্তদের চোখের সামনে আজও ভাসে সবুজ মাঠে বল হাতে শেন ওয়ার্নের ছবি, যা থেকে যাবে চিরকাল। 

আরও পড়ুনকল্যাণী AIIMS নিয়োগ দুর্নীতিতে CBI তদন্ত নয়, নির্দেশ হাইকোর্টের

Advertisement