এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। এরপরের ম্যাচ রবিবার। সেই জন্যই বৃহস্পতিবার রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) ছুটি দিয়ে ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ছুটির মেজাজে ছিল ভারতীয় দল।
বিসিসিআই একটি ভিডিও তাদের টুইটারে শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, দুবাইয়ের বিচে ভলিবল খেলছেন টিম ইন্ডিয়ায় সদস্যরা। গ্রুপ-এ তে সবার উপরে রয়েছে ভারতীয় দল। শুরুতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর, হংকং-কে দ্বিতীয় ম্যাচে ৪০ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
এই দুই ম্যাচ জিতে সুপার ফোরে যাওয়ার রাস্তা পাকা করে ফেলেছে তারা। শুক্রবার পাকিস্তান ও হংকং ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবেন রোহিত শর্মারা।
এই ভিডিওতে যুজবেন্দ্র চাহাল বলেন, ''আজ আমাদের অফ-ডে ছিল তাই রাহুল দ্রাবিড় স্যার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের মজার কিছু করা উচিত। এটি দারুণ মজার আর আরামদায়ক ছিল। আমরা দারুণ আনন্দ করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কতটা খুশি এবং উত্তেজিত। এই সবই দলের বন্ডিং তৈরিতে সাহায্য করে।"
দীর্ঘ ১ মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কিছুটা খারাপ শুরু করলেও হংকং-এর বিরুদ্ধে ম্যাচে দারুণ অর্ধ শতরান করেন বিরাট কোহলি। ভারতের ইনিংসের শেষ ওভারে হংকং-এর বোলার এহসানের বলে দুই রান নিয়ে ৫০ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
এটি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৩১তম অর্ধ শতরান। ক্যাপ্টেন রোহিত শর্মারও ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে।
গ্রুপ বি থেকে ইতিমধ্যেই আফগানিস্তান পৌঁছে গিয়েছে সুপার ফোরে। তারাও বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে দাসুন শানাকার নেতৃত্বাধীন দল আফগানিস্তান।