Serena Williams Diamond Shoes:ইউএস ওপেনে (US Open) খেলতে নেমেছেন আমেরিকার টেনিস তারকা সেরেনা উইলিয়ামস (Serena Willams)। বছরের শেষ গ্ল্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছেন সেরেনা। তবে তাঁর জয় নয়, যে জুতো পঅরে তিনি খেললেন সেই জুতোই এখন আলোচনার কেন্দ্রে।
২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা এই ম্যাচে হিরের জুতো পরে এসেছিলেন। সেই হিরের সংখ্যা একটা বা দুটো নয়, ৪০০টি হিরে বসান জুতো পরে খেলতে নামেন তিনি। এই জুতোর ছবি ভাইরাল হয়েছে।
শুধু তাই নয়, এই প্রথম ম্যাচে সেরেনা এসেছিলেন বিশেষ পোশাক পরে। এই পোশাকটি তিনি নিজেই ডিজাইন করেছেন। তাঁর ৫ বছর বয়সী মেয়ে অলিম্পিয়াও মায়ের মতো একই পোশাক পরেছিলেন। সেরেনার জুতা ও পোশাকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
ইউএস ওপেন ২০২২-এ, মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে, সেরেনা, মন্টিনিগ্রোর খেলোয়াড় ডাঙ্কা কোভিনিচের মুখোমুখি হয়েছিলেন। ডাঙ্কাকে ৬-৩, ৬-৩ ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন মার্কিন টেনিস তারকা।
আমেরিকার তারকা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ইতিমধ্যেই অবসরের ঘোষণা করেছেন। এটাই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তিনি জয় দিয়ে শুরু করলেন। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েই অবসর নিতে চান তিনি।
পিপল ম্যাগাজিন জানিয়েছে, সেরেনা উইলিয়ামস ম্যাচটিতে হাতে ডিজাইন করা নাইকি জুতা পরেছিলেন। ইউএস ওপেনে সেরেনার প্রথম ম্যাচ দেখতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রাক্তন টেনিস তারকা মার্টিনা নাভারতিলোভা, প্রাক্তন বক্সার মাইক টাইসন, সেরেনার দিদি ভেনিস উইলিয়ামস ও সেরেনার মেয়েও উপস্থিত ছিলেন।
সেরেনা ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ইউএস ওপেন জিতেছিলেন। এ দিনের ম্যাচ জেতার পর ছয়বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেরেনা বলেন, 'কোর্টে আসার সময়, উপস্থিত দর্শকরা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। আমি এটা ভুলবো না ।'