scorecardresearch
 
Advertisement
খেলা

ATK Mohun Bagan vs Emami East Bengal: ২ বছর পর শহরে ইস্টবেঙ্গল vs মোহনবাগান, কীভাবে টিকিট কাটবেন-কত দাম?

২৮ আগস্ট যুবভারতীতে মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের ডার্বির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ দুই বছর কোভিডের জন্য মাঠে দর্শকদের প্রবেশ বন্ধ ছিল। তাই এবার এই ডার্বি নিয়ে উন্মাদনা তুঙ্গে।
  • 1/7

২৮ আগস্ট যুবভারতীতে মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ দুই বছর কোভিডের জন্য মাঠে দর্শকদের প্রবেশ বন্ধ ছিল। তাই এবার এই ডার্বি নিয়ে উন্মাদনা তুঙ্গে। 
 

দুই দলের সমর্থকরাই শনিবার থেকে টিকিট কাটতে শুরু করে দিয়েছেন। মরশুম শুরু হওয়ার আগেই ডার্বি নিয়ে দুই দলের কর্মকর্তাদের কথার লড়াই শুরু হয়ে গিয়েছে।
  • 2/7

দুই দলের সমর্থকরাই শনিবার থেকে টিকিট কাটতে শুরু করে দিয়েছেন। মরশুম শুরু হওয়ার আগেই ডার্বি নিয়ে দুই দলের কর্মকর্তাদের কথার লড়াই শুরু হয়ে গিয়েছে।
 

তিন ধরনের টিকিট থাকছে এবারের ডার্বিতে। ৫০, ১০০ ও ২০০ টাকার টিকিট কেটে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
  • 3/7

তিন ধরনের টিকিট থাকছে এবারের ডার্বিতে। ৫০, ১০০ ও ২০০ টাকার টিকিট কেটে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
 

Advertisement
ইমামির সঙ্গে যুক্ত হওয়ার পর ইস্টবেঙ্গলের কোচ হয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন। তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল।
  • 4/7

ইমামির সঙ্গে যুক্ত হওয়ার পর ইস্টবেঙ্গলের কোচ হয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন। তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। 
 

বুক মাই শো থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। র‍্যাম্প ৩ থেকে ১৫ অবধি অর্থাৎ বি১, বি২, বি৩ ও সি ১, সি২ ও সি৩ তে বসবেন ইমামি ইস্টবেঙ্গল সমর্থকরা।
  • 5/7

বুক মাই শো থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। র‍্যাম্প ৩ থেকে ১৫ অবধি অর্থাৎ বি১, বি২, বি৩ ও সি ১, সি২ ও সি৩ তে বসবেন ইমামি ইস্টবেঙ্গল সমর্থকরা।  
 

অন্যদিকে এটিকে মোহনবাগান সমর্থকরা র‍্যাম্প ১৭ থেকে ২৮ এর মধ্যে অর্থাৎ, সি১, সি২, সি৩, ডি১, ডি২ ও ডি৩ তে বসবেন। তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট পাওয়া জাবেদ। যদিও কবে থেকে এই টিকিট পাওয়া যাবে তা এখনও জানান হয়নি।
  • 6/7

অন্যদিকে এটিকে মোহনবাগান সমর্থকরা র‍্যাম্প ১৭ থেকে ২৮ এর মধ্যে অর্থাৎ, সি১, সি২, সি৩, ডি১, ডি২ ও ডি৩ তে বসবেন। তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট পাওয়া জাবেদ। যদিও কবে থেকে এই টিকিট পাওয়া যাবে তা এখনও জানান হয়নি।
 

কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে দুই দল। ফ্লোরেন্টিন পোগবা, সৌভিক চক্রবর্তীদের অনুশীলন দেখতে প্রচুর মানুষ ভিড় জামিয়েছেন দুই ক্লাবের মাঠে। সব মিলিয়ে বলা যায়, ময়দান ফের চেনা ছন্দে ফিরে আসছে।
  • 7/7

কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে দুই দল। ফ্লোরেন্টিন পোগবা, সৌভিক চক্রবর্তীদের অনুশীলন দেখতে প্রচুর মানুষ ভিড় জামিয়েছেন দুই ক্লাবের মাঠে। সব মিলিয়ে বলা যায়, ময়দান ফের চেনা ছন্দে ফিরে আসছে। 
 

Advertisement