scorecardresearch
 
Advertisement
খেলা

Mamata Banerjee on Khela Hobe Dibas : 'খেলা হবে?' কেন বলেছিলেন মমতা, খোলসা করলেন মোহনবাগান তাঁবুতে

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan one
  • 1/14

Mamata Banerjee on Khela Hobe Dibas: মোহনবাগানের নবনির্মিত ক্লাব তাঁবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। বুধবার সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোহনবাগান ক্লাবে এসে কলকাতার মানুষ ও মোহনবাগান ক্লাব সমর্থকদের মন জয় করেন মুখ্যমন্ত্রী। ওই ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদও দিয়েছেন।

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan two
  • 2/14

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মোহনবাগান তাঁর কাছে 'অতুলনীয়'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোহনবাগানের তুলনা খোদ মোহনবাগান।"

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan three
  • 3/14

তিনি ক্লাবের উন্নয়নের জন্য সবুজ-মেরুনকে ৫০ লক্ষ টাকা অনুদানও দিয়েছেন। এটা রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হবে।

Advertisement
Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan four
  • 4/14

এদিন তিনি আরও বলেন, "খেলা হবে কথাটা বলেছিলাম কেন জানেন? এখন আমরা জানতে পারি জন্ম কখন হবে। যতদিন বেঁচে থাকব জীবন। তাই জীবন সংগ্রামের পথে খেলতে খেলতে পৌঁছে যাব।" 

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan five
  • 5/14

মোহনবাগান ক্লাবের ইতিহাসে রয়েছে বৈচিত্র্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে কীভাবে এই ক্লাব তাঁর পরিবারের সঙ্গে ক্ত। 

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan six
  • 6/14

মমতা বলেন, মোহনবাগান ক্লাব তার মায়ের মতো। "মোহনবাগানের ঘটনাগুলো আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। কারণ মোহনবাগান যখন খেলত, প্রতিবারই আমার মা কালীঘাট মন্দিরে পুজো দিতেন। আমার বড় ভাই ইস্টবেঙ্গলে।"

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan seven
  • 7/14

মোহনবাগান ক্লাবের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এই ক্লাবের লড়াইয়ের চেতনার ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস আছে। একদিকে দেশ স্বাধীনের আন্দোলন চলছিল, অন্যদিকে, ফুটবল মাঠে খেলে মোহনবাগান দেশকে জাতীয়তাবাদের অনুভূতি দিয়েছে।"

আরও পড়ুন: সেচের জল থেকে ধানে যাচ্ছে আর্সেনিক, ভাত কতটা নিরাপদ?

আরও পড়ুন: গরমে ঠান্ডা, শীতে গরম, এমনই কামাল দেখাবে হেলমেট, ধোয়া যাবে অনায়াসে

আরও পড়ুন: বিয়ের অনেক দিন পরও কেন বিচ্ছেদ? কারণ জানুন, শুধরে নিন

Advertisement
Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan eight
  • 8/14

এই ক্লাবের তুলনা এবং অবদান কখনই ভোলা যাবে না, জানান মমতা। তিনি আরও বলেছেন, "মোহনবাগান যেমন বাংলার গর্ব, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবও আমাদের গর্ব। ছোট ক্লাবগুলিও বাংলার ফুটবলকে অনেক সাহায্য করেছে।"

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan nine
  • 9/14

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন যে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকাকালীন শচীন তেন্ডিলকরের কোচের পাশাপাশি বাংলার অনেক ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দিয়েছেন। মমতা বলেন, "আমি যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং যুবকল্যাণ মন্ত্রী ছিলাম, তখন আমি কাবাডিকেও আনি। সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তিনি অনেক দিন বঞ্চিত ছিলেন। আমি শচীনের কোচ রমাকান্ত আচরেকারকে অর্জুন পুরস্কার দিয়েছিলাম।"

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan ten
  • 10/14

তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই বাংলায় ৩৪ হাজার ক্লাবকে ৫ লাখ টাকা করে দিয়েছি। আমরা স্বাধীনতা দিবসের পরের দিনটিকে বাংলার ক্রীড়া দিবস (খেলা দিবস) হিসাবে পালন করি। কারণ স্বাধীনতায় খেলাধুলা অবদান রাখে। মোহনবাগান ক্লাবের ইতিহাস সম্পর্কে আমরা সবাই সচেতন।"

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan eleven
  • 11/14

মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ এবং মেরুন স্ট্রাইপ-সহ একটি সাদা শাড়ি পরেছিলেন। তিনি আরও বলেছিলেন যে তিনি নিজের শাড়ি ডিজাইন করেছেন। 

Advertisement
Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan twelve
  • 12/14

মুখ্যমন্ত্রী বলেন, "আজ আমি একটি সবুজ-মেরুন স্ট্রাইপের শাড়ি পরেছিলাম। কারণ আমি মোহনবাগানের অনুষ্ঠানে যোগ দেব। সবুজ এবং মেরুন মোহনবাগানের একটি সিগনেচার কালার। আমার কাছে লাল-হলুদ শাড়ি নেই। আমি একটি বানাব। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানের জন্য লাল-হলুদ শাড়ি।" 

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan thirteen
  • 13/14

এরপর তিনি যোগ করেন, "মোহনবাগানের অনুষ্ঠান আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। কারণ পেলে যখন খেলতে আসেন, তখন আমার মা কালীঘাটে পুজো দিয়েছিলেন। আমার বড় ভাই ইস্টবেঙ্গলে (যেটি কলকাতার আরেকটি আইকনিক জায়ান্ট ক্লাব)।"

Mamata Banerjee khela hobe day Mohun Bagan WB CM green and maroon mention east Bengal tmc football maidan fourteen
  • 14/14

এদিন বিকেল ৪টের দিকে তিনি সবুজ-মেরুন তাঁবুতে পা রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন, "মোহনবাগানের আবেগ কখনই ভুলব না। যতই মোবাইল ফোন আসুক না কেন, এই আবেগ কেউ ভুলতে পারবে না।" মমতা বন্দ্যোপাধ্যায়ও মঞ্চে ফুটবল খেলেছেন।

Advertisement