scorecardresearch
 
Advertisement
খেলা

Barpuja, Kolkata Maidan: বারপুজোয় ফিরল উন্মাদনা, বাগান তাঁবুতে ফেরান্দো, প্রীতমরা

বারপুজো উপলক্ষে সেজে উঠেছে কলকাতা ময়দান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে দুই বছর পর জাঁকজমক করে বারপুজোর আয়োজন করা হয়। দুই দলেরই প্রচুর সমর্থক তাদের প্রিয় ক্লাবে এসেছিলেন।    
  • 1/10

বারপুজো উপলক্ষে সেজে উঠেছে কলকাতা ময়দান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে দুই বছর পর জাঁকজমক করে বারপুজোর আয়োজন করা হয়। দুই দলেরই প্রচুর সমর্থক তাদের প্রিয় ক্লাবে এসেছিলেন।    

মোহনবাগানেও সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। সকালে বারপুজো হওয়ার সময়ই ক্লাবের মাঠে ছিলেন প্রীতম কোটাল, প্রবীর দাসরা
  • 2/10

মোহনবাগানেও সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। সকালে বারপুজো হওয়ার সময়ই ক্লাবের মাঠে ছিলেন প্রীতম কোটাল, প্রবীর দাসরা

ইস্টবেঙ্গলের বার পুজোয় দেখা গেল প্রাক্তন ফুটবলারদের। উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীও। 
  • 3/10

ইস্টবেঙ্গলের বার পুজোয় দেখা গেল প্রাক্তন ফুটবলারদের। উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীও। 

Advertisement
ক্লাবের ড্রেসিংরুম ঘুরে দেখেন সবুজ-মেরুন ফুটবলাররা। ছিলেন কোচ হুয়ান ফেরান্দোও। ড্রেসিংরুমে ঢুকে ছবিও তোলেন ফুটবলাররা। তবে সামনেই এএফসি কাপের ম্যাচ রয়েছে। তাই খুব বেশি সময় তাঁবুতে ছিলে না তাঁরা। 
  • 4/10

ক্লাবের ড্রেসিংরুম ঘুরে দেখেন সবুজ-মেরুন ফুটবলাররা। ছিলেন কোচ হুয়ান ফেরান্দোও। ড্রেসিংরুমে ঢুকে ছবিও তোলেন ফুটবলাররা। তবে সামনেই এএফসি কাপের ম্যাচ রয়েছে। তাই খুব বেশি সময় তাঁবুতে ছিলে না তাঁরা। 

দলগঠনে অনেকটাই পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তাই বর্তমান ফুটবলারদের কাউকে সে ভাবে দেখা যায়নি লাল-হলুদ ক্লাবে। রীতি অনুযায়ী বারপুঁজোর দিনই নতুন মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করা হয়। তবে এইবার আর তা হল না।  
  • 5/10

দলগঠনে অনেকটাই পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তাই বর্তমান ফুটবলারদের কাউকে সে ভাবে দেখা যায়নি লাল-হলুদ ক্লাবে। রীতি অনুযায়ী বারপুঁজোর দিনই নতুন মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করা হয়। তবে এইবার আর তা হল না।  

রীতি মেনে বারপুজোয় অংশ নিয়েছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। হাজির ছিলেন কিয়ান নাসিরি, শুভাশিস বসু, কোচ হুয়ান ফেরান্দো, প্রীতম কোটাল, প্রবীর দাসরা। 
  • 6/10

রীতি মেনে বারপুজোয় অংশ নিয়েছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। হাজির ছিলেন কিয়ান নাসিরি, শুভাশিস বসু, কোচ হুয়ান ফেরান্দো, প্রীতম কোটাল, প্রবীর দাসরা। 

শঙ্করলাল চক্রবর্তীর পাশাপাশি মোহনবাগানের বারপুজোতে উপস্থিত হয়েছিলেন প্রশান্ত বন্দোপাধ্যায়, মিহির বসু সহ অন্যান্য প্রাক্তন ফুটবলাররা
  • 7/10

শঙ্করলাল চক্রবর্তীর পাশাপাশি মোহনবাগানের বারপুজোতে উপস্থিত হয়েছিলেন প্রশান্ত বন্দোপাধ্যায়, মিহির বসু সহ অন্যান্য প্রাক্তন ফুটবলাররা

Advertisement
ইস্টবেঙ্গলের বার পুজোয় অংশ নিয়েছিলেন জুনিয়র দলের ফুটবলাররা। তাদেরকে দিয়েই বার তোলান হয়। 
  • 8/10

ইস্টবেঙ্গলের বার পুজোয় অংশ নিয়েছিলেন জুনিয়র দলের ফুটবলাররা। তাদেরকে দিয়েই বার তোলান হয়। 

মোহনবাগানের বার পুজোয় উপস্থিত ছিলেন সহ সভাপতি কুনাল ঘোষ ও প্রাক্তন ফুটবলার এবং সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। 
  • 9/10

মোহনবাগানের বার পুজোয় উপস্থিত ছিলেন সহ সভাপতি কুনাল ঘোষ ও প্রাক্তন ফুটবলার এবং সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। 

একই দিনে গুড ফ্রাইডে থাকায় আসতে পারেননি এটিকে মোহনবাগানের বিদেশী তারকারা। 
  • 10/10

একই দিনে গুড ফ্রাইডে থাকায় আসতে পারেননি এটিকে মোহনবাগানের বিদেশী তারকারা। 

Advertisement