scorecardresearch
 
Advertisement
খেলা

Dinesh Karthik IPL 2022: 'পুরোনো চাল ভাতে বাড়ে', প্রমাণ করলেন কার্তিক, ব্য়াটের আগুনে ঝলসে যাচ্ছে প্রতিপক্ষ

দীনেশ কার্তিক
  • 1/9

RCB-তে আসার পরই দীনেশ কার্তিক আচমকা জ্বলে উঠেছেন। চলতি মরশুমে তিনি ব্যাটে একের পর এক ধামাল করে চলেছেন। তাঁর ব্যাটে ভর করেই ১৬ রানে শনিবার দিল্লি ক্য়াপিটালসকে হারিয়ে দিয়েছে।

দীনেশ কার্তিক
  • 2/9

বিশেষ করে মুস্তাফিজুরের এক ওভারে ৩০ রান তাঁকে বাংলাদেশি বোলারের নীরব ঘাতক বলে চিহ্নিত করেছে। শ্রীলঙ্কার  নিদাহাস ট্রফি হোক কিংবা আইপিএল, শুধু বোলার বদলেছে জার্সি বদলেছে, কিন্তু পদ্মাপারের বোলার দেখলেই তিনি যে পরিচিত খুনে মেজাজ বজায় রাখবেন সে প্রতিশ্রুতি দিয়ে রাখলেন আরও একবার।

দীনেশ কার্তিক
  • 3/9

দীনেশের বিস্ফোরক ইনিংসের পর তাঁর স্ত্রী তথা জাতীয় স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল নিজেকে মেলে ধরেছেন। দীনেশের সঙ্গে জড়িত বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন। ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরেছেন।

Advertisement
দীনেশ কার্তিক
  • 4/9

এমনকী মজা করে তিনি পোস্ট করেছেন, দীনেশ-দীপিকার দুই ছেলে তাঁর বাবাকে ফোনে শুভকামনা জানিয়েছেন। জানিয়ে দিই, তাঁদের দুই ছেলের বয়স মাত্র ৫ মাস। ফলে এই পোস্টের পিছনে মজা উপভোগ করেছেন তাঁর ফলোয়াররা।

দীনেশ কার্তিক
  • 5/9

দীনেশ দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। তিনিই ছিলেন ওই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। তিনি ইনিংসে ৫ টি ছয় এবং ৫ টি ৪ মারেন। তাঁর স্ট্রাইক রেট ১৯৪ এর বেশি ছিল। যা দলের মধ্যে সেরা।

দীনেশ কার্তিক
  • 6/9

দীনেশ কার্তিককে এই মরশুমে ৫.৫০ কোটি টাকায় কিনেছে আরসিবি। গতবার তিনি কেকেআর এর অংশ ছিলেন। ২০১৯ বিশ্বকাপের পর তিনি খারাপ পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ পড়েছেন।

দীনেশ কার্তিক
  • 7/9

দীনেশ কার্তিক কেকেআর এর বিরুদ্ধে ৭ বলে ১৪ রান করেন। সেই সঙ্গে তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪ বলে ৩২ রান করেন। দুটি ক্ষেত্রেই তিনি দলকে জয়ের পথে নিয়ে গিয়েছেন।

Advertisement
দীনেশ কার্তিক
  • 8/9

তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৩ বলে ৪৪ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ৭ রান করে অপরাজিত থাকেন।

দীনেশ কার্তিক
  • 9/9

দীনেশ এবং দীপিকা দুজনে ২০১৫ সালে বিয়ে করেছেন। দীনেশের এটা দ্বিতীয় বিয়ে। দুজনেই তামিলনাড়ুর বাসিন্দা। দুজনেই জাতীয় খেলোয়াড়। দীনেশ ক্রিকেট এবং দীপিকা স্কোয়াশ খেলেন।

Advertisement