অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ম্যাচ চলাকালীন বর্ণবৈষম্যমূলক গালিগালাজের মুখে পড়লেন ভারতের দুই বোলার মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ। একজন মদ্যপ দর্শকের বিরুদ্ধে তাঁরা বর্ণবৈষম্যমূলক গালিগালাজের অভিযোগ লিখিত ভাবে জানিয়েছেন ম্যাচ রেফারিকে।
BCCI সূত্রের খবর, সিডনিতে সিরাজকে ওই দর্শক 'Monkey' বা বাঁদর বলে গালি দেয়। এই ঘটনা ২০০৭-০৮ ভারতের অস্ট্রেলিয়া সফরে সেই কুখ্যাত মাঙ্কিগেট এপিসোডের স্মৃতি উস্কে দিচ্ছে।
বিসিসিআই-এর এক সদস্য জানিয়েছেন, ICC-র ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিসিসিআই। যশপ্রীত বমরাহ ও সিরাজের বয়ানের ভিত্তিতে ওই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২০০৭-০৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই সিডনি টেস্টেই অ্যান্ড্রু সাইমন্ড অভিযোগ করেন, হরভজন সিং তাঁকে একাধিক বার Monkey বলে গালি দেন। পরে অবশ্য হরভজন নির্দোষ প্রমাণিত হন।
সিডনি টেস্টে সিরাজের অভিযোগের পরে অধিনায়ক অজিঙ্ক রাহানে ও দলের অন্যান্যদের বেশ কিছুক্ষণ আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।