scorecardresearch
 
Advertisement
খেলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয় দিয়েই শুরু করতে চায় বাংলা শিবির

বাংলা ক্রিকেট দল
  • 1/8

আজ থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাত ধরেই শুরু হতে চলেছে বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেট মরশুম। এই টুর্নামেন্ট জয় দিয়েই শুরু করতে চায় বাংলা ক্রিকেট দল। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ডে ওড়িশার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে অনুষ্টুপ ব্রিগেড।

বাংলা ক্রিকেট দল
  • 2/8

এই মরশুমে বাংলার অধিনায়ক নির্বাচন করা হয়েছে অনুষ্টুপ মজুমদারকে। দলের সাফল্যের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। বললেন, "বাংলা ক্রিকেট দল যে যথেষ্ট ভালো খেলবে সেই ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। এই টুর্নামেন্ট নিয়ে আমরা প্রত্যেকেই উত্তেজিত হয়ে রয়েছি। আর অধিনায়কত্ব পাওয়ার পর আমি আরও বেশি উত্তেজিত। দলে বেঙ্গল টি-২০ থেকে উঠে আসা তরুণ ক্রিকেটার এবং বছরের পর বছর ধরে এই দলের হয় খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের ভালো কম্বিনেশন রয়েছে।"

বাংলা ক্রিকেট দল
  • 3/8

তিনি আরও যোগ করেন, "আমার মতে, টি-২০ ক্রিকেটে বিপক্ষ দল খুব একটা বেশি এগিয়ে থাকে না। হয়ত বিভিন্ন দিনে খেলার মান ভিন্ন হতে পারে। এই ফরম্যাটে একটা ওভারই ম্যাচের ভবিতব্য পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট।"

Advertisement
বাংলা ক্রিকেট দল
  • 4/8

বাংলা ক্রিকেট দলের প্রাক মরশুম অনুশীলন যথেষ্ট ভালো হয়েছে। ভিভিএস লক্ষ্মণ এবং দলের প্রধান কোচ অরুণলালের কড়া নজরদারিতে দলটা যথেষ্ট অনুশীলন করেছে। তার উপরে তো আবার সম্প্রতি বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে দলের প্রত্যেকটা ক্রিকেটারই নিজেদের ছন্দ ফিরে পেয়েছেন। 

বাংলা ক্রিকেট দল
  • 5/8

বাংলার কোচ অরুণলাল বললেন, "এই দলটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আশা করছি, আসন্ন মরশুমে আমরা যথেষ্ট ভালো খেলতে পারব। আমাদের দল খুব ভালো হয়েছে। শুধুমাত্র এগারোজন ক্রিকেটারই মাঠে খেলতে পারবেন। কিন্তু, বাকিরাও এত ভালো যে যদি কেউ চোট পান, সেক্ষেত্রে তাঁরাও সমানতালে মাঠের মধ্যে পারফরম্যান্স করতে পারবেন।"

বাংলা ক্রিকেট দল
  • 6/8

প্রথম ম্যাচে বাংলা ক্রিকেট দলে কি নতুন কোনও মুখ দেখতে পাওয়া যাবে? এই প্রশ্নের জবাবে অরুণলাল বললেন, "হ্যাঁ, অবশ্যই একটা সুযোগ আছে। উইকেট আশা করছি যথেষ্ট ভালো হবে। ফলে এই ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাতের দিকে যে ম্যাচগুলো রয়েছে, তাতে শিশিরের কিছুটা সমস্যা হতে পারে। নাহলে আর কোনও সমস্যা নেই।"

বাংলা ক্রিকেট দল
  • 7/8

ওড়িশার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলার ব্যাটিং ডিপার্টমেন্টে থাকছেন অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি, শ্রীবৎস গোস্বামী, বিবেক সিং এবং সুদীপ চট্টোপাধ্যায়। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, কাইফ আহমেদ, ঋত্বিক রায় চৌধুরি। ফলে এই দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে, তা বলা যেতে পারে।

Advertisement
বাংলা ক্রিকেট দল
  • 8/8

বাংলার হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন শাহবাজ় আহমেদ। গত মরশুমে এই তরুণ অলরাউন্ডার অসাধারণ ফর্মে ছিলেন। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জেও তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। পাশাপাশি দলের অলরাউন্ডার অর্নব নন্দী, ঋত্বিক চট্টোপাধ্যায় এবং মহম্মদ কাইফও যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন।

Advertisement