scorecardresearch
 
Advertisement
খেলা

ক্রিকেটের নন্দনকাননে আচমকাই হাজির মহারাজ, কারণটা জানেন?

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 1/8

ইডেন গার্ডেন্স। এই মাঠ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু যুদ্ধের সাক্ষী থেকেছে। সাক্ষী থেকেছে প্রত্যাবর্তনেরও। ক্রিকেট ছাড়ার পর প্রশাসনিক ভূমিকায় যখন প্রথমবার সৌরভ এলেন, তখনও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হাত ধরেই তাঁকে ময়দানে নামতে হয়েছে। 

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 2/8

তবে এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সেকারণে তিনি আগের মতো হয়ত ইডেন গার্ডেন্সে আসার সময় পান না। কিন্তু, গতকাল বিকেলবেলা আচমকাই মহারাজকে দেখতে পাওয়া গেল। কিন্তু কি কারণে তিনি এলেন? জানতে হতে বাকিটুকু পড়তেই হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 3/8

গতকাল বিকেলবেলা ইডেন গার্ডেন্সে হাজির হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হতে চলেছে। সেই ব্যাপারেই তিনি সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 4/8

পাশাপাশি, বাংলার কোচ অরুণলাল এবং ক্রিকেটারদের সঙ্গেও তিনি আলাদা করে কথা বলেন। দলের প্রস্তুতি কেমন হচ্ছে, সেই ব্যাপারে তিনি বিস্তারিত জানতে চান।

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 5/8

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি। এই টুর্নামেন্টের হাত ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া মরশুম শুরু করতে চাইছে। তবে রঞ্জি ট্রফি কবে আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 6/8

আপাতত ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে অনুশীলন করছে বাংলা ক্রিকেট দল। দলের অনুশীলন নিয়ে যারপরনাই খুশি কোচও। তিনি এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 7/8

ক'দিন আগেই লক্ষ্মণ বলছিলেন, দলের অনুশীলন যথেষ্ট ভালো হচ্ছে। প্রত্যেকেই কঠিন অনুশীলন করছে। যথেষ্ট পেশাদারিত্ব দেখাচ্ছে। সুতরাং, এই দলটা যে ট্রফি জিতবে, তেমনটা আশা করা যেতেই পারে।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়
  • 8/8

আপাতত এটাই দেখার যে সৌরভের এই পেপটক, বাংলার ক্রিকেট দলকে কতটা অনুপ্রাণিত করতে পারে।

Advertisement