scorecardresearch
 
Advertisement
খেলা

রাহানের কাছে এমনই দাবি করলেন HOT অজ়ি অ্যাঙ্কর, পরে চাইলেন ক্ষমাও!

রাহানে
  • 1/6

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থবার টেস্ট ম্যাচ জয় করল ভারতীয় ক্রিকেট দল। একই মাঠে এত বেশি সংখ্যক টেস্ট ম্যাচ জয় ভারতীয় ক্রিকেট দল আর কোথাও করতে পারেনি। ইতিপূর্বে ভারত কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ, সাবাইনা পার্কস, জামাইকা এবং কলম্বো এসএসসি স্টেডিয়ামে তিনটে করে টেস্ট ম্যাচ জিতেছে।

রাহানে
  • 2/6

তবে এই জয়ের নেপথ্যে অজিঙ্কা রাহানের অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি প্রথম ইনিংসে শতরান না করলে, এই ম্যাচেও ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হত। তবে রাহানের পাশাপাশি এই ম্যাচে আরও এক ক্রিকেটার যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছেন। তিনি হলেন শুভমান গিল। তিনি প্রথম ইনিংসে ৪৫ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ৩৫ রানে অপরাজিত থাকেন।

শুভমান গিল
  • 3/6

শুভমান গিলের এমন ব্যাটিং দেখার পর কার্যত অভিভূত হয়ে যান অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট অ্যাঙ্কর আমান্ডা বেইলি। ভারতীয় ক্রিকেট দলের তিনি অন্যতম বড় সমর্থক। বিশেষ করে বিরাট কোহলির। তবে মেলবোর্ন টেস্ট শেষ হওয়ার পর তিনি বিরাট নয়, রাহানের কাছে শুভমান গিলের প্রশংসা করেন।

Advertisement
আমান্ডা বেইলি
  • 4/6

টুর্নামেন্টের চতুর্থ দিনে শুভমান গিল যাতে একটা হাফসেঞ্চুরি করতে পারেন, সেটা আমান্ডা মনেপ্রাণে চাইছিলেন। সেকারণেই ম্যাচ চলাকালীন তিনি অজিঙ্কা রাহানেকে ভাই বলে সম্বোধন করেন এবং শুভমানের জন্য একটি বিশেষ দাবি করেন। টুইট করে তিনি জানান, "জিঙ্কস ভাই, বাকি ৩৭ রানের মধ্যে ৩০ রান গিলকে দিয়ে দাও, যাতে ও নিজের অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরিটা পূরণ করতে পারে।"

আমান্ডা বেইলি
  • 5/6

এরপর এক ভারতীয় ক্রিকেট ফ্যান তাঁকে সতর্ক করেন যে রাহানেকে কেউ জিঙ্কস বলুক, সেটা উনি খুব একটা পছন্দ করেন না। এটা জানার পরেই আমান্ডা আরও একটি টুইট করে ক্ষমা চেয়ে নেন।

বিরাট কোহলি
  • 6/6

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আমান্ডা প্রায় সবসময়ই কিছু না কিছু বলতে থাকেন। কয়েকদিন আগে তিনি বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিলেন যে তাঁর প্রথম সন্তানের জন্ম যেন অস্ট্রেলিয়ায় হয়।

Advertisement