scorecardresearch
 
Advertisement
খেলা

PHOTOS: 'দলে ঐক্য বাড়াতে বাংলা জানতে হবে', কড়া বার্তা বঙ্গ কোচ লক্ষ্মীর

1
  • 1/7

বাংলা অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন বাংলা দলের অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। এবার কাজ শুরু করে দিলেন লক্ষ্মীরতন শুক্লা। সোমবার অনূর্ধ্ব ২৩ বাংলা দলের ৬০ জনকে নিয়ে অনুশীলনে নেমে পড়লেন বাংলার প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন।

2
  • 2/7

বাংলা শিবিরে যোগ দিয়ে ইতিমধ্যেই বেশ কড়া বার্তা দিয়ে ফেলেছেন প্রাক্তন বাংলা দলের অধিনায়ক লক্ষ্মী। তিনি কোনওরকমের কোনও অন্য ধরনের জিনিস ও ইনডিসিপ্লিন চান না দলে এমনটা জানিয়ে দিয়েছেন তিনি।

3
  • 3/7

লক্ষ্মীরতন শুক্লা অনুশীলনের দায়িত্ব নিয়ে বেলন, 'আমি ছেলেদের বলেছি সোশ্যাল মিডিয়ার থেকে একটু দুরে থাকতে। দলে ভালো খেলতে হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে সমস্ত ক্রিকেটারের চুল বড় রয়েছে তাদের সেই চুল কাটতে বলেছি। আর দলের সবাইকে বাংলা শিখতে হবে।'

Advertisement
4
  • 4/7

লক্ষ্মীরতন শুক্লাকে এই ক্যাম্পের আগে শুভেচ্ছা দেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া থেকে শুরু করে বাকি বড় কর্মকর্তারা। ইতিমধ্যেই সিনিয়র দলের অনুশীলনও শুরু হয়ে গিয়েছে। এবার অনূর্ধ্ব ২৩ প্রাথমিক দলের অনুশীলন শুরু হলো।

5
  • 5/7

লক্ষী আরও বলেন, 'বাংলার সিনিয়র দলের জন্য নতুন ক্রিকেটারদের নিয়ে তৈরি করা দরকার। অনূর্ধ্ব-২৩ দলের উন্নতি করা জরুরি। জেলার ক্রিকেটার থেকে ছেলেদের নিয়ে আসা উচিত। ক্লাব ক্রিকেট আর জেলার ক্রিকেটকে সিএবি খুবই গুরুত্ব দিচ্ছে। আশা করি ভালো হবে।'

6
  • 6/7

বাংলার অনূর্ধ্ব ২৩ দলের প্রাথমিক ৬০ জনের মধ্যে অনেক ভালো প্রতিভা আছে সেই সব ক্রিকেটারদের নিয়ে এবার আরও ভালো করে তাঁদের তৈরি করতে চান লক্ষ্মীরতন শুক্লা।

7
  • 7/7

আপাতত এই অনুশীলনে ফিটনেসের ওপর ধ্যান দেবে বাংলার কোচ লক্ষ্মী। ফিটনেস অনুশীলনের ওপর জোর দিয়ে এখন ক্রিকেটারদের মরশুমের জন্য তৈরি করতে চাইছেন তিনি।

Advertisement