অ্যাডিলেড টেস্টে লজ্জাজনক পারফরম্যান্সের পর বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে।
প্রথম দিনের দুটো সেশন অতিক্রান্ত হয়ে গেলেও ম্যাচের রাশ এখনও ভারতের হাতেই রয়েছে। কী সুন্দর সকালটাই না কাটল ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার তিনটে উইকেট পড়ে গেছে। অসাধারণ বল করছেন অশ্বিন। জাদেজাও মোটামুটি নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। এখনও পর্যন্ত রাহানে প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক নিয়েছেন, তা বলা যেতে পারে।
দ্বিতীয় সেশনেও অজ়ি ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন রাহানে। দ্বিতীয় সেশনেও দুটো উইকেট শিকার করলেন ভারতীয় বোলাররা। অন্যদিকে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৭১ রান যোগ করতে পেরেছে। আপাতত ভারতের হাতেই রয়েছে ম্যাচের রাশ। আজ অভিষেক টেস্টেই উইকেট শিকার করলেন মহম্মদ সিরাজ। আপাতত উইকেটে রয়েছেন অজ়ি অধিনায়ক টিম পেইন। দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে, তাঁকে আজ অগ্রণী ভূমিকা গ্রহণ করতেই হবে।
তবে বক্সিং ডে টেস্টে অনবদ্য একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে। অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করার সুযোগ তাঁর কাছে রয়েছে। আসুন তাহলে ব্যাপারটা খোলসা করা যাক।
ইতিপূর্বে টেস্ট ক্রিকেটে ভারতকে দুটো ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। ২০১৭ সালে ধর্মশালায় আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০১৮ সালে বেঙ্গালুরুতে আয়োজিত আফগানিস্তানের বিরুদ্ধে। এই দুটো টেস্ট ম্যাচেই জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি একমাত্র টেস্ট অধিনায়ক, যিনি দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম তিনটে ম্যাচ পরপর জিতেছিলেন। ধোনি ছাড়া আর কারোর দখলে এই রেকর্ডটি নেই।