আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেড টেস্টে ৮ উইকেটে পরাজয়ের পর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এই টেস্ট ম্যাচ জিততে মরিয়া রাহানে ব্রিগেড।
সেকারণেই ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। সেই সুবাদেই ভারতের চূড়ান্ত একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার।
মাথায় চোট লাগার কারণে অ্যাডিলেড টেস্টে জাদেজাকে পায়নি ভারতীয় ক্রিকেট দল। দলে একজন অলরাউন্ডারের অভাব অনুভূত হয়েছে। কারণ তিনি বল করার পাশাপাশি, ব্যাটিংটাও খারাপ করেন না।
আজ টেস্ট ক্রিকেট কেরিয়ারে এক অনন্য নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। তিনি ৫০তম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নামলেন।
আজ রবিচন্দ্রন অশ্বিনের বলে অসাধারণ একটি ক্যাচ সংগ্রহ করেছেন জাদেজা। তাঁর ওই ক্যাচের দৌলতেই ৩০ রানে ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার ম্যাথু ওয়েডকে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১২ সালের ১৩ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাদেজার। এখনও পর্যন্ত ১,৮৬৯ রান করার পাশাপাশি তিনি ২১৩টি উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর একটিই শতরান রয়েছে, তবে ১৪টি অর্ধ শতরানও আছে।