অশ্বিনী পুনাপ্পা: পিভি সিন্ধুর সঙ্গে জুটি বেঁধে ভারতকে ব্যাডমিন্টনে সোনা এনে দিতে পারেন পুনাপ্পা।
সবিতা পুনিয়া: ভারতের মহিলা হকি দলের নেতৃত্বের ব্যাটন থাকছে সবিতার কাছে। গ্রুপের ম্যাচে ২ আগস্ট ভারতের মহিলা হকি দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
সাইনা নেহওয়াল: ভারতের শাটলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাইনা। তাঁর কাছ থেকেও পদকের আশায় থাকবেন ভারতের ক্রীড়া প্রেমীরা।
স্মৃতি মন্ধনা: ভারতের অন্যতম সফল মহিলা ক্রিকেটার স্মৃতি। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল পদক জেতার ক্ষেত্রে এই ওপেনারের উপর অনেকটাই নির্ভর করবে।
সাক্ষী মালিক: ভারতের অপর একজন রেসলার সাক্ষী। অলিম্পিক্সে ভারতকে পদক এনে দিয়েছিলেন সাক্ষী। তবে তারপর থেকে ফর্ম ফিরে পেতে লড়াই চালাচ্ছেন তিনি।
নিখাত জেরিন: ভারতের হয়ে ৫০ কেজি বিভাগে বক্সিং করেন নিখাত। প্রথম রাউন্ডে হেলেনা ইসমাইল বোগাওয়ের বিরুদ্ধে খেলবেন তিনি।
ভিনেশ ফোগাট: ভারতের হয়ে ৫৩ কিলোগ্রাম ক্যাটাগরিতে কুস্তি লড়েন ভিনেশ। ২৬ বছর বয়সী এই রেসলার ভারতকে পদক এনে দিতে পারেন।
হরমনপ্রীত কৌর: ভারতের মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও রবিবার পাকিস্তানের মহিলা দলের মুখোমুখি হবে ভারতের মেয়েরা।
মনিকা বাত্রা: ভারতের হয়ে টেবিল টেনিস খেলেন মনিকা। এবারের কমনওয়েলথ গেমসে ভারতীয় দলে খেলছেন। গেমসের প্রথম দিনেই জয় পান মনিকারা। দক্ষিণ আফ্রিকাকে হারান তিনি।