scorecardresearch
 
Advertisement
খেলা

Florentin Pogba: শহরে চলে এলেন পোগবা, কবে নামবেন ATK মোহনবাগানের প্র্যাক্টিসে? PHOTOS

পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবাকে এই মরশুমে সই করিয়ে চমক দিয়েছে এটিকে মোহনবাগান। রবিবার সকালে শহরে পা দিয়েছেন তিনি। বিকেলেই অনুশীলনে যোগ দেবেন। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গেও।
  • 1/6

পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবাকে এই মরশুমে সই করিয়ে চমক দিয়েছে এটিকে মোহনবাগান। রবিবার সকালে শহরে পা দিয়েছেন তিনি। বিকেলেই অনুশীলনে যোগ দেবেন। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গেও।
 

দলের বাকি দুই নতুন বিদেশির যোগ দেবেন কিছু দিন পরে। ডুরান্ড কাপকে গুরুত্ব দিলেও মরশুমের বাকি টুর্নামেন্টগুলোতে সাফল্যের দিকেই লক্ষ্য রাখছেন জুয়ান ফেরান্দো।
  • 2/6

দলের বাকি দুই নতুন বিদেশির যোগ দেবেন কিছু দিন পরে। ডুরান্ড কাপকে গুরুত্ব দিলেও মরশুমের বাকি টুর্নামেন্টগুলোতে সাফল্যের দিকেই লক্ষ্য রাখছেন জুয়ান ফেরান্দো। 
 

এএফসি কাপে সেমিফাইনালে খেলতে নামার আগে ডুরান্ডে খেলবে এটিকে মোহনবাগান। ইমামি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে মুম্বই সিটি এফসি, অন্ডিয়ান নেভি। 
  • 3/6

এএফসি কাপে সেমিফাইনালে খেলতে নামার আগে ডুরান্ডে খেলবে এটিকে মোহনবাগান। ইমামি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে মুম্বই সিটি এফসি, ইন্ডিয়ান নেভি। 

Advertisement
আর তাই অনুশীলনে কোনও খামতি রাখতে নারাজ তিনি। শুক্রবার খুব অল্প সময়ের জন্য দল নিয়ে অনুশীলনে নামলেও শনিবার থেকে জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিল এটিকে মোহনবাগান।
  • 4/6

আর তাই অনুশীলনে কোনও খামতি রাখতে নারাজ তিনি। শুক্রবার খুব অল্প সময়ের জন্য দল নিয়ে অনুশীলনে নামলেও শনিবার থেকে জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিল এটিকে মোহনবাগান। 
 

প্রচুর মানুষ এসেছিলেন এটিকে মোহনবাগানের অনুশীলন দেখতে। বহুদিন পর ময়দানে অনুশীলন করছে সবুজ-মেরুন। আর তাই বিরাট উন্মাদনা দেখা যায় ক্লাবের মাঠে। 
  • 5/6

প্রচুর মানুষ এসেছিলেন এটিকে মোহনবাগানের অনুশীলন দেখতে। বহুদিন পর ময়দানে অনুশীলন করছে সবুজ-মেরুন। আর তাই বিরাট উন্মাদনা দেখা যায় ক্লাবের মাঠে। 

এই মরশুমে বাড়তি দায়িত্ব নিতে দেখা যেতে পারে তরুণ ফুটবলারদের। তাঁর মধ্যে অন্যতম কিয়ান নাসিরি। গত মরশুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হ্যাটট্রিক করেন কিয়ান।
  • 6/6

এই মরশুমে বাড়তি দায়িত্ব নিতে দেখা যেতে পারে তরুণ ফুটবলারদের। তাঁর মধ্যে অন্যতম কিয়ান নাসিরি। গত মরশুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হ্যাটট্রিক করেন কিয়ান।

Advertisement