আর্জেন্টিনা এবং ব্রাজিল মানে চরম প্রতিদ্বন্দ্বিতা। তা সে মাঠে হোক বা মাঠের বাইরে। এ কথা বললে ভুল হবে না, কলকাতা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে আড়াআড়ি বিভক্ত। আর এবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছ সেই দুই দেশ। ফলে ফুটবল সমর্থকদের কাছে এক আকর্ষণীয় ম্যাচ দেখার সুযোগ এসেছে।
ফুটবল বিশ্বকাপ বা কোপা আমেরিকা সময় দেখা যায় সেই ছবি। কলকাতা বা রাজ্যে এ ছবি খুব সাধারণ। তবে করোনা এবার তাদের মিলিয়ে দিল যেন। বিধাননগরের দত্তাবাদে শনিবার অন্য এক দৃশ্যের জন্ম দিল। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মহা ম্যাচ শুরু রবিবার কাকভোরে। তবে সময় যা-ই হোক, সে ম্যাচ দেখতে যে কলকাতা ভুলবে না, সে কথা বলার অপেক্ষা রাখে না।
শুধু বিধি মানলেই তো হবে না! করোনা থেকে বাঁচতে খেতে হবে পুষ্টিকর খাবারও। তাই তুলে দেওয়া হল দুধ, ডিম।জমজমাট আয়োজন ছিল এদিন। সেখানে হাজির হয়েছিলেন ফুটবলের দুই মহা শক্তিধর দেশের সমর্থক। আর তাঁদের গায়ে ছিল প্রিয় দলের জার্সি। একদলের গায়ে ছিল নীল-সাদা রঙের জার্সি। যা আর্জেন্টিার। আর অন্য়দলের পরনে সবুজ-হলুদ। এটি ব্রাজিল ফুটবল দলের রঙের।
মেসি বনাম নেইমার তো থাকবেই। তবে এই লড়াইও মনে রাখার মতো। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। উদ্যোক্তা সেখানকার ওয়ার্ড কোআর্ডিনেটর নির্মল দত্ত। তিনি জানান, ব্রাজিলের সমর্থকেরা আর্জেন্টিনার সমর্থকদের তুলে দিয়েছেন মাস্ক, স্য়ানিটাইজার। আর উল্টোদিকে আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের তুলে দিয়েছেন দুধ, ডিম। করোনার বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই চালানোর জন্য এই কর্মসূচি। মানুষ যাতে করোনা নিয়ে আরও বেশি সচেতন থাকেন, তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।