scorecardresearch
 
Advertisement
খেলা

৩২-শে বিরাট, দেখুন ২২ গজে 'কিং কোহলি'র কিছু মুহূর্ত

২২ গজে বিরাট
  • 1/7

সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা টানা হয় ভারতীয় ক্রিকেট মহলে। তিনি কী সেটার যোগ্য? তবে নিজেকে দিনে-দিনে বেশ ভালো মতোই প্রমাণ করে যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে তিনি করে ফেলেছেন ৭০টি শতরান। আর ৩০টি শতরান করলেই সচিন তেন্ডুলকরের ছুঁয়ে ফেলার একটা হাতছানি আছে তাঁর। এবার তাঁর ৩২ বছরে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন। তিনি টুইট করে লিখেছেন, শুভ জন্মদিন। আগামী মরশুমের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থেকো।

২২ গজে বিরাট
  • 2/7

বিরাটের জন্মদিনে আইসিসি টুইট করে লিখেছে, ২১, ৯০১ রান আন্তর্জাতিক রান। ৭০টি শতরান। ৫৬.১৫ এভারেজ। আইসিসির ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ব্যাটসম্যান। আইসিসি একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য বিরাট কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

২২ গজে বিরাট
  • 3/7

দেশের বাইরে ক্রিকেটের মাঠে বিরাটের অন্যতম সেরা বন্ধু এবিডি ভিলিয়ার্স। এবার তাঁর জন্মদিনে কেক কেটে সেলিব্রেশনে মাতলেন এবিডি সহ বিরাটরা। ডি ভিলিয়ার্স সহ ব্যাঙ্গালোর দলের বাকি সতীর্থরা মিলে বিরাটের জন্মদিন সেলিব্রেট করলেন সবাই। একে অপরকে কেক মাখালেন বিরাট-এবিডি। একই সঙ্গে ডি ভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বিরাট মানুষ হিসাবে তুমি অন্যতম সেরা। জন্মদিনের শুভেচ্ছা।

Advertisement
২২ গজে বিরাট
  • 4/7

বিরাটকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য যুবরাজ সিং। তিনি বিরাটের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, জন্মদিন মুুবারক হো কিং কোহলি। অন্যতম সেরা ভারতীয় ব্যাটসম্যানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যেখানেই থেকো খুশি থেকো ও চার মারতে থাকো। আইপিএলের প্লে-অফের জন্যও শুভেচ্ছা।

২২ গজে বিরাট
  • 5/7

বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি তাঁর প্রিয় ক্রিকেটারকে নিয়ে লিখেছেন, বিরাট ফিটনেসের জন্য অন্য একটা ট্রেডমার্ক গড়ে দিয়েছে। কম বয়সেই অনেক সাফল্য পেয়েছে। দারুণ একজন  ক্রিকেটার। অনেক শুভেচ্ছা জন্মদিনের। ভগবান তোমাকে ভালো রাখুক।

২২ গজে বিরাট
  • 6/7

বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিরাটকে অধিনায়ক হিসাবে গণ্য করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অশ্বিন। তিনি লিখেছেন, হ্যাপি বার্থডে স্কিপার বিরাট। আগামী বছর অনেক ভালো কাটুক।

২২ গজে বিরাট
  • 7/7

ভারতীয় দলের পাশাপাশি বিরাট কোহলি আইপিএলেও নিজের সেরাটা দিয়েছেন দীর্ঘদিন ধরে। বেশ কিছু বছর ধরে বিরাটের দল তেমন ভাবে আইপিএলে জায়গা নিতে না পারলেও, এবছর কোহলিরা পৌঁছে গিয়েছেন প্লে-অফে। ব্যাট হাতে এই মুহূর্তে পুরো বিশ্বকে আয়োত্তে রেখেছে বিরাট কোহলি। এবার তাঁর ৩২ তম জন্মদিনে তাঁকে হ্যাপি বার্থডে জানালো তাঁর ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement