scorecardresearch
 
Advertisement
খেলা

Cristiano Ronaldo: ১৮০০ কোটি টাকা নিয়েও আল নাসেরের হয়ে ডেবিউ করতে পারলেন না রোনাল্ডো, কেন?

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে (AL Nassr FC) সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সই পর্ব মিটে গেলেও মাঠে নামা হয়নি পর্তুগিজ তারকার। দলের সঙ্গে অনুশীলন করলেও অভিষেক হয়নি তাঁর।
  • 1/7

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে (AL Nassr FC) সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সই পর্ব মিটে গেলেও মাঠে নামা হয়নি পর্তুগিজ তারকার। দলের সঙ্গে অনুশীলন করলেও অভিষেক হয়নি তাঁর।

এত বড় তারকা ফুটবলারকে কেন মাঠে নামাল না আল নাসের? এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কবে নামবেন সিআর সেভেন? অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোনাল্ডো ফ্যানরা।
  • 2/7

এত বড় তারকা ফুটবলারকে কেন মাঠে নামাল না আল নাসের? এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কবে নামবেন সিআর সেভেন? অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোনাল্ডো ফ্যানরা।
 

এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) খেলার সময়, এক দর্শকের ফোন আছাড় মেরে ফেলে ভেঙে দেন রোনাল্ডো। ফলে তাঁকে শাস্তি দেয় ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন বা এফএ (FA)। জানিয়ে দেওয়া হয় তাঁকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে।
  • 3/7

এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) খেলার সময়, এক দর্শকের ফোন আছাড় মেরে ফেলে ভেঙে দেন রোনাল্ডো। ফলে তাঁকে শাস্তি দেয় ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন বা এফএ (FA)। জানিয়ে দেওয়া হয় তাঁকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। 
 

Advertisement
এফএ-এর এই ব্যান বিশ্বকাপে প্রযোজ্য হয়নি। তবে ক্লাব ফুটবলে এই শাস্তি বহাল থেকেছে। ম্যানচেস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের ক্লাবে এসেছেন রোনাল্ডো।
  • 4/7

এফএ-এর এই ব্যান বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রযোজ্য হয়নি। তবে ক্লাব ফুটবলে এই শাস্তি বহাল থেকেছে। ম্যানচেস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের ক্লাবে এসেছেন রোনাল্ডো। 
 

সৌদি আরবের ক্লাব আল-নাসের এফসি ৬ জানুয়ারি ও ১৪ জানুয়ারি দুটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে মাঠের বাইরে থাকবেন রোনাল্ডোকে। এরপর ২২ জানুয়ারি তৃতীয় ম্যাচে খেলতে দেখা যেতে পারে সিআর সেভেনকে।
  • 5/7

সৌদি আরবের ক্লাব আল-নাসের এফসি ৬ জানুয়ারি ও ১৪ জানুয়ারি দুটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে মাঠের বাইরে থাকবেন রোনাল্ডোকে। এরপর ২২ জানুয়ারি তৃতীয় ম্যাচে খেলতে দেখা যেতে পারে সিআর সেভেনকে।
 

ইত্তেফাক ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারেন রোনাল্ডো। তাঁকে আরও একবার মাঠে নেমে খেলতে দেখলে আশ্বস্ত হতে পারেন তাঁর ফ্যানরা। আল নাসেরে দারুণ অভ্যর্থনা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার। সমর্থকদের সঙ্গে পরিচিত হন রোনাল্ডো। উষ্ণ অভ্যর্থনা পান তিনি। ফুলের তো
  • 6/7

ইত্তেফাক ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারেন রোনাল্ডো। তাঁকে আরও একবার মাঠে নেমে খেলতে দেখলে আশ্বস্ত হতে পারেন তাঁর ফ্যানরা। আল নাসেরে দারুণ অভ্যর্থনা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার। সমর্থকদের সঙ্গে পরিচিত হন রোনাল্ডো। উষ্ণ অভ্যর্থনা পান তিনি। ফুলের তোড়া দেওয়া হয় রোনাল্ডোকে।
 

মাঠে নিয়ে গিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। পরে অনুশীলনেও নেমে পড়েন রোনাল্ডো।বেশ খুশি দেখাচ্ছিল পর্তুগিজ তারকাকেও।  
  • 7/7

মাঠে নিয়ে গিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। পরে অনুশীলনেও নেমে পড়েন রোনাল্ডো।বেশ খুশি দেখাচ্ছিল পর্তুগিজ তারকাকেও।  
 

Advertisement