scorecardresearch
 
Advertisement
খেলা

Lionel Messi PSG: বিশ্বকাপজয়ী মেসিকে গার্ড অফ অনার PSG-র, কোথায় এমবাপে?

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের (FIFA Word Cup 2022) ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে নীল-সাদা ব্রিগেড। গোটা আর্জেন্টিনা তো বটেই, গোটা বিশ্বের কোটি কোটি সমর্থ
  • 1/7

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের (FIFA Word Cup 2022) ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে নীল-সাদা ব্রিগেড। গোটা আর্জেন্টিনা তো বটেই, গোটা বিশ্বের কোটি কোটি সমর্থক উৎযাপন করেছে লাতিন আমেরিকার এই দেশের জয়।
 

ফাইনালে দারুণ লড়াই করেছিল ফ্রান্সও (France)। পিছিয়ে পড়েও সমতা ফেরায় ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবুও দলের হার আটকাতে পারেননি। মেসির সঙ্গে পিএসজি-তে (PSG) খেলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার।
  • 2/7

ফাইনালে দারুণ লড়াই করেছিল ফ্রান্সও (France)। পিছিয়ে পড়েও সমতা ফেরায় ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবুও দলের হার আটকাতে পারেননি। মেসির সঙ্গে পিএসজি-তে (PSG) খেলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার। 
 

আর্জেন্টিনা দলের ফুটবলাররা যখন তাঁদের ক্লাব দলে ফিরছেন তখন দারুণ অভ্যর্থনা জানান হচ্ছে। লিওনেল মেসিও পিএসজি-তে ফিরলেন বুধবার। তাঁকেও দারুনভাবে স্বাগত জানানো হয়। ফুটবলার, কোচিং স্টাফ সকলেই গার্ড অফ অনার দেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
  • 3/7

আর্জেন্টিনা দলের ফুটবলাররা যখন তাঁদের ক্লাব দলে ফিরছেন তখন দারুণ অভ্যর্থনা জানান হচ্ছে। লিওনেল মেসিও পিএসজি-তে ফিরলেন বুধবার। তাঁকেও দারুনভাবে স্বাগত জানানো হয়। ফুটবলার, কোচিং স্টাফ সকলেই গার্ড অফ অনার দেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে। 
 

Advertisement
পিএসজি কোচ গ্যালতিয়েরের কাছ থেকে ছুটি নিয়ে নিউইউয়র্ক ঘুরতে গিয়েছেন এমবাপে। সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু আসরাফ হাকিমি। তাঁর দেশ মরক্কোও এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছে।
  • 4/7

পিএসজি কোচ গ্যালতিয়েরের কাছ থেকে ছুটি নিয়ে নিউইউয়র্ক ঘুরতে গিয়েছেন এমবাপে। সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু আসরাফ হাকিমি। তাঁর দেশ মরক্কোও এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছে। 
 

এমবাপে না থাকলেও মেসিকে গার্ড অফ অনার দেন তাঁর ভাই ইথান। উপস্থিত ছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমারও। 'বন্ধু' মেসির সাফল্যে দারুণ খুশি ব্রাজিলিয়ান। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি জানিয়েছিলেন সেই কথা।
  • 5/7

এমবাপে না থাকলেও মেসিকে গার্ড অফ অনার দেন তাঁর ভাই ইথান। উপস্থিত ছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমারও। 'বন্ধু' মেসির সাফল্যে দারুণ খুশি ব্রাজিলিয়ান। সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি জানিয়েছিলেন সেই কথা।
 

যে দেশকে হারিয়ে মেসিরা চ্যাম্পিয়ন হলেন, সেই দেশেই ক্লাব ফুটবল খেলতে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবুও ফ্রান্সে তাঁর জনপ্রিয়তা যে এতটুকুও কমেনি তা আবারও আবারও বোঝা গেল। মেসিকে একঝলক দেখার জন্য প্যারিস বিমানবন্দরে ভিড় জমান প্রচুর মানুষ।
  • 6/7

যে দেশকে হারিয়ে মেসিরা চ্যাম্পিয়ন হলেন, সেই দেশেই ক্লাব ফুটবল খেলতে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবুও ফ্রান্সে তাঁর জনপ্রিয়তা যে এতটুকুও কমেনি তা আবারও আবারও বোঝা গেল। মেসিকে একঝলক দেখার জন্য প্যারিস বিমানবন্দরে ভিড় জমান প্রচুর মানুষ।
 

বিশ্বকাপের পর বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে প্যারিসে ফিরলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর তাঁকে দেখতে লোকজন ভিড় জমাবেন না তা হয় না কি?
  • 7/7

বিশ্বকাপের পর বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে প্যারিসে ফিরলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর তাঁকে দেখতে লোকজন ভিড় জমাবেন না তা হয় না কি?
 

Advertisement