রেকর্ড অঙ্কের অর্থের বিনিময় সৌদি আরবের (Saudi Arab) ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। হলুদ-নীল জার্সি পরে মাঠে নামার পর থেকেই তিনি যেন আরবেরই একজন।
ফুটবলার হিসেবে অনেকদিন আগেই দারুণ নাম করেছেন রোনাল্ডো। বিজ্ঞাপনের বাজারেও তাঁর কদর যথেষ্ট। তবে সকলের মনেই প্রশ্ন জাগতে শুরু করে, একজন ফুটবলার এতদিন ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলার পর কেন তিনি সৌদির লিগে খেলতে এলেন?
যদিও আরবে এসে এখন তিনি যেন এই দেশেরই একজন। স্থানীয় সংস্কৃতিকে আপন করে নিলেন সিআর সেভেন (CR7)। গত বছর থেকে ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে সৌদি আরব। এবার রোনাল্ডোকে নিয়ে এমআরসুল পার্কে এই বিশেষ দিনটি উদযাপন করল আল নাসের।
শুধু উপস্থিত থাকা নয়, রোনাল্ডো আরবের সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাকও পরেন। সাদা রং-এর জোব্বার পাশপাশি নীল ও সোনালী রং-এর ডাগলা পরেছিলেন রোনাল্ডো।
তলোয়ার হাতে নিয়ে আরদা নাচেও অংশ নিয়েছিলেন পর্তুগিজ তারকা। তাঁর কাঁধের ওপর ছিল সৌদি আরবের জাতীয় পতাকা। এই সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছেন রোনাল্ডো নিজেই।
ক্যাপশনে রোনাল্ডো লিখেছেন, 'সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাই। আল নাসেরে এই সেলিব্রেশনে অংশ নেওয়া আমার কাছে একেবারে অন্যরম একটা অভিজ্ঞতা।'