scorecardresearch
 
Advertisement
খেলা

Amy Satterthwaite Lea Tahuhu: এঁরা দুই মহিলা লেসবিয়ান ক্রিকেটার, সন্তানেরও জন্ম দিয়েছেন, PHOTOS

২০১৭ সালে বিয়ে করেন অ্যামি স্যাটারওয়েট (Amy Satterthwaite) এবং লিয়া তাহুহু। প্রথম সমকামী ক্রিকেটার হিসেবে সন্তানের জন্ম দিয়েছেন অ্যামি স্যাটারওয়েট। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার দম্পতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন।
  • 1/8

২০১৭ সালে বিয়ে করেন অ্যামি স্যাটারওয়েট (Amy Satterthwaite) এবং লিয়া তাহুহু (Lea Tahuhu)। প্রথম সমকামী ক্রিকেটার হিসেবে সন্তানের জন্ম দিয়েছেন অ্যামি স্যাটারওয়েট। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার দম্পতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। 

২০১৪ সালে বাগদান করেন অ্যামি স্যাটারওয়েট এবং লিয়া তাহুহু। নিউজিল্যান্ডে সমকামী বিয়ের আইন রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও স্যাটারওয়েটকে মাতৃত্বকালীন ছুটি দেয়।
  • 2/8

২০১৪ সালে বাগদান করেন অ্যামি স্যাটারওয়েট এবং লিয়া তাহুহু। নিউজিল্যান্ডে সমকামী বিয়ের আইন রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও স্যাটারওয়েটকে মাতৃত্বকালীন ছুটি দেয়। 
 

সন্তানসম্ভবা হওয়ার খবর জানাতে অ্যামি স্যাটারওয়েট টুইটারে লেখেন, ‘লি ও আমি খুবই আনন্দিত যে নতুন বছরের শুরুর দিকেই আমাদের প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছি। এই নতুন অধ্যায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ জবাবে লিয়া তাহুহু লেখেন, ‘অবশেষে আমরা তিনজন।’
  • 3/8

সন্তানসম্ভবা হওয়ার খবর জানাতে অ্যামি স্যাটারওয়েট টুইটারে লেখেন, ‘লি ও আমি খুবই আনন্দিত যে নতুন বছরের শুরুর দিকেই আমাদের প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছি। এই নতুন অধ্যায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ জবাবে লিয়া তাহুহু লেখেন, ‘অবশেষে আমরা তিনজন।’
 

Advertisement
নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হয়ে ১১৯ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অ্যামি স্যাটারওয়েট। কিউয়ি দলকে নেতৃত্বও দিয়েছেন স্যাটারওয়েট। ৯টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
  • 4/8

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট (New Zealand Cricket Team) দলের হয়ে ১১৯ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অ্যামি স্যাটারওয়েট। কিউয়ি দলকে নেতৃত্বও দিয়েছেন স্যাটারওয়েট। ৯টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। 
 

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে নামেন দুই মহিলা ক্রিকেটার। ছুটির মধ্যেও বেতন ভাতা সহ সমস্ত সুবিধা পেয়েছিলেন স্যাটারওয়েট।
  • 5/8

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে নামেন দুই মহিলা ক্রিকেটার। ছুটির মধ্যেও বেতন ভাতা সহ সমস্ত সুবিধা পেয়েছিলেন স্যাটারওয়েট। 
 

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে নামেন দুই মহিলা ক্রিকেটার। ছুটির মধ্যেও বেতন ভাতা সহ সমস্ত সুবিধা পেয়েছিলেন স্যাটারওয়েট।
  • 6/8

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে নামেন দুই মহিলা ক্রিকেটার। ছুটির মধ্যেও বেতন ভাতা সহ সমস্ত সুবিধা পেয়েছিলেন স্যাটারওয়েট। 
 

২০১৩ সালের ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ বলে ঘোষণা করা হয়। সারোগেসি পদ্ধতিতে সন্তানের মা হন স্যাটারওয়েট।
  • 7/8

২০১৩ সালের ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ বলে ঘোষণা করা হয়। সারোগেসি পদ্ধতিতে সন্তানের মা হন স্যাটারওয়েট। 
 

Advertisement
ছবি সৌজন্যে- অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর ইনস্টাগ্রাম পেজ
  • 8/8

ছবি সৌজন্যে- অ্যামি স্যাটারওয়েট ও লিয়া তাহুহুর ইনস্টাগ্রাম পেজ  
 

Advertisement