scorecardresearch
 
Advertisement
খেলা

Lionel Messi-Cristiano Ronaldo: মেসি-রোনাল্ডো যুগ শেষ? মহা তারকাদের জায়গায় কারা, PHOTOS

নতুন তারকার উদয় হচ্ছে বিশ্ব ফুটবলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসিদের (Lionel Messi) টপকে একে একে এগিয়ে আসছেন এরলিং হাল্যান্ড (Erling Haaland) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) মত তরুণ তারকারা। চ্যাম্পিয়ন্স লিগ হোক বা ঘরোয়া লিগ গো
  • 1/8

নতুন তারকার উদয় হচ্ছে বিশ্ব ফুটবলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসিদের (Lionel Messi) টপকে একে একে এগিয়ে আসছেন এরলিং হাল্যান্ড (Erling Haaland) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) মত তরুণ তারকারা। চ্যাম্পিয়ন্স লিগ হোক বা ঘরোয়া লিগ গোল করার ক্ষেত্রে মূলত এদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও পিএসজি-কে (PSG)। 
 

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) দলে থাকলেও এরিক টেন হ্যাগের প্রথম একাদশে সুযোগই পাচ্ছেন না পর্তুগিজ তারকা। অন্যদিকে পিএসজি তারকা মেসি খেললেও গোল পাচ্ছেন না। গোল করে যাচ্ছেন ২৩ বছর বয়সী এমবাপে।
  • 2/8

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) দলে থাকলেও এরিক টেন হ্যাগের প্রথম একাদশে সুযোগই পাচ্ছেন না পর্তুগিজ তারকা। অন্যদিকে পিএসজি তারকা মেসি খেললেও গোল পাচ্ছেন না। গোল করে যাচ্ছেন ২৩ বছর বয়সী এমবাপে।
 

২২ বছর বয়সী হাল্যান্ড ৭৩টি ম্যাচে ৭২টি গোল করে ফেলেছেন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই দুই গোল করে ফেলেছেন তারকা স্ট্রাইকার। আকাশী জার্সিতে সাত ম্যাচে ১২টি গোল করে ফেলেছেন তিনি।
  • 3/8

২২ বছর বয়সী হাল্যান্ড ৭৩টি ম্যাচে ৭২টি গোল করে ফেলেছেন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই দুই গোল করে ফেলেছেন তারকা স্ট্রাইকার। আকাশী জার্সিতে সাত ম্যাচে ১২টি গোল করে ফেলেছেন তিনি।  
 

Advertisement
অন্যদিকে এমবাপে ১৮৮টি ম্যাচ খেলে ১৪২টি গোল করে ফেলেছেন ফরাসী তারকা স্ট্রাইকার। তিনিও দুটি গোল করেছেন। শেষ ৬টি ম্যাচে ৯ গোল রয়েছে তাঁর।
  • 4/8

অন্যদিকে এমবাপে ১৮৮টি ম্যাচ খেলে ১৪২টি গোল করে ফেলেছেন ফরাসী তারকা স্ট্রাইকার। তিনিও দুটি গোল করেছেন। শেষ ৬টি ম্যাচে ৯ গোল রয়েছে তাঁর।
 

৩৭ বছর বয়সী রোনাল্ডো পাঁচটি ব্যালন ডি'অর এবং ৩৫ বছর বয়সী মেসি সাতটি ব্যালন ডি'অর জিতেছেন। তবে এখন তাঁরা দুইজনেই খুব ভাল ফর্মে নেই। আসলে গোল করতে পারছেন না তাঁরা।
  • 5/8

৩৭ বছর বয়সী রোনাল্ডো পাঁচটি ব্যালন ডি'অর এবং ৩৫ বছর বয়সী মেসি সাতটি ব্যালন ডি'অর জিতেছেন। তবে এখন তাঁরা দুইজনেই খুব ভাল ফর্মে নেই। আসলে গোল করতে পারছেন না তাঁরা।
 

গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির সবচেয়ে বড় সমস্যা ছিল কোনও স্ট্রাইকারের দলে না থাকা। ফলে গোল করার ক্ষেত্রে দক্ষতার অভাব দেখা গিয়েছিল পেপ গুয়ার্দেওয়ালার দলে। তবে হাল্যান্ড এসে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
  • 6/8

গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির সবচেয়ে বড় সমস্যা ছিল কোনও স্ট্রাইকারের দলে না থাকা। ফলে গোল করার ক্ষেত্রে দক্ষতার অভাব দেখা গিয়েছিল পেপ গুয়ার্দেওয়ালার দলে। তবে হাল্যান্ড এসে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
 

চ্যাম্পিয়ন্স লিগে, গোল মেশিন হাল্যান্ড মাত্র ২০ ম্যাচে ২৫ গোল করেছেন। যদিও অধিকাংশটাই তাঁর পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। এই মরশুমে প্রিমিয়ার লিগেও দারুণ শুরু করেছেন হাল্যান্ড।
  • 7/8

চ্যাম্পিয়ন্স লিগে, গোল মেশিন হাল্যান্ড মাত্র ২০ ম্যাচে ২৫ গোল করেছেন। যদিও অধিকাংশটাই তাঁর পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। এই মরশুমে প্রিমিয়ার লিগেও দারুণ শুরু করেছেন হাল্যান্ড। 
 

Advertisement
মেসি-রোনাল্ডো কে সেরা তা নিয়ে বিতর্ক বহুদিনের। তবে এই দুই মহাতারকাকে এবার ছাপিয়ে যেতে পারেন হাল্যান্ড ও এমবাপে। কারণ ইতিমধ্যেই ভক্তদের মধ্যে এই দুই ফুটবলারকে নিয়ে তর্ক শুরু হয়ে গিয়েছে।
  • 8/8

মেসি-রোনাল্ডো কে সেরা তা নিয়ে বিতর্ক বহুদিনের। তবে এই দুই মহাতারকাকে এবার ছাপিয়ে যেতে পারেন হাল্যান্ড ও এমবাপে। কারণ ইতিমধ্যেই ভক্তদের মধ্যে এই দুই ফুটবলারকে নিয়ে তর্ক শুরু হয়ে গিয়েছে। 
 

Advertisement