এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ভারত (Team India) বিদায় নিয়েছে। বুধবার পাকিস্তান ১ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দেয়। পাকিস্তানের এই জয়ের ফলে শুধু ভারত নয়, আফগানিস্তানও এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। এশিয়া কাপের পর ভারতীয় দলের লক্ষ্য এবার টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। বিশ্বকাপে ভাল পারফর্ম করা শুধু নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামতে চায় রোহিত শর্মার (Rohit Sharma) ভারত।
বিসিসিআই (BCCI) ১৫ সেপ্টেম্বর আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল নির্বাচন করতে পারে বলে সূত্রের খবর। তবে এই টুর্নামেন্টের আগে ভারতের চিন্তা বোলারদের চোট। এশিয়া কাপেও বোলিং দুর্বলতা ভারতকে সমস্যায় ফেলে দিয়েছে।
সামগ্রিক ভাবে ভারতের পাঁচ বোলার চোটের সমস্যায় ভুগছেন। আর তাই ফ্যানরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, টিম ইন্ডিয়া কী ভাবে চোট পাওয়া এই বোলারদের দলে নিয়ে বিশ্বকাপ জিতবে?
জসপ্রীত বুমরা: তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় বোলিং-এর নেতৃত্ব দেন বুমরা (Jaspreet Bumtah)। পিঠের চোটের সমস্যায় ভুগতে হচ্ছে বুমরাকে। এর জন্য এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও হয়ত খেলতে পারবেন না তিনি। তবুও ভারতীয় দলের ভক্তরা আশাবাদী যে টি২০ বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন বুমরা।
হার্ষাল প্যাটেল: পাঁজরের চোটের জন্য এশিয়া কাপের দলে ছিলেন না হার্ষাল (Harshal Patel)। বর্তমানে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছেন ভারতের ফাস্ট বোলার। আশা করা হচ্ছে, এই মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে দলে আসতে পারেন তিনি। হার্ষাল স্লো ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ডেথ ওভারে এই ধরনের বল অস্ট্রেলিয়ার মাটিতে বেশ বেশ বিপদজ্জনক হতে পারে।
রবীন্দ্র জাদেজা: চোটের জন্য এশিয়া কাপের মাঝেই দল থেকে বাদ পড়েছেন জাদেজা (Ravindra Jadeja)। শুধু বোলিং-এর ক্ষেত্রে নয়, ব্যাটিং-এও বিরাট ভূমিকা পালন করেন জাদেজা। তাঁর ডান হাঁটুতে চোট ছিল। সেই চোটের জন্য অস্ত্রপচার হয়েছে জাদেজার। তবুও মনে করা হচ্ছে, টি২০ বিশ্বকাপে তাঁর ফিরে আসা কঠিন হতে পারে।
আভেশ খান: জ্বরে ভুগছিলেন ভারতের এই পেস বোলার। এশিয়া কাপে দু'টি ম্যাচে খেললেও পরের ম্যাচগুলিতে খেলতে পারেননি। যদিও এবারের এশিয়া কাপে খুব ভাল ফর্মে ছিলেন না আভেশ (Avesh Khan)। দুর্বল হংকং-এর বিরুদ্ধে ৫০-এর বেশি রান দিয়ে ফেলেন ভারতের এই বোলার। তবুও তাঁর অসুস্থতাও ভারতীয় দলের জন্য উদ্বেগের।