scorecardresearch
 
Advertisement
খেলা

Diego Maradona and Amiya Tarafdar memories : বিশ্বকাপ জিতেই 'হরে কৃষ্ণ' নামাবলীটা গায়ে জড়িয়ে নিলেন মারাদোনা

maradona
  • 1/13

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। 

maradona
  • 2/13

সেটা আজও অনেকের কাছেই মারাদোনার বিশ্বকাপ। সেই বিশ্বকাপেই বাঙালি এক চিত্র সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছিল মারাদোনার। 
 

maradona
  • 3/13

বলা ভাল, বেশ কাঠখড় পুরিয়ে মারাদোনার সঙ্গে দেখা করার সুযোগ পান প্রখ্যাত চিত্র সাংবাদিক অমিয় তরফদার। 
 

Advertisement
amiya shekhar trafdar
  • 4/13

বরাবারই আর্জেন্টিনার সমর্থক তরফদার পরিবারের সকলেই। তাই সামনে থেকে স্বপ্নের নায়ককে দেখে নামাবলী উপহার হিসেবে তুলে দিয়েছিলেন তিনি। 

maradona
  • 5/13

সেই নামাবলি পরে ছবিও তোলেন ফুটবলের রাজপুত্র। মারাদোনা প্রয়াত হয়েছেন। প্রয়াত অমিয় তরফদারও। 
 

amiya trafdar
  • 6/13

তবে স্মৃতি আঁকড়ে বেঁচে রয়েছেন তাঁর ভাই শেখর তরফদার। bangl.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন- জয়দেবের মেলায় গিয়েছিলাম সেই বছর। 
 

shekhar trafdar
  • 7/13

অমিয় বলেন, ''আসলে ছবি নেই তাই এ নিয়ে কাউকে কিছু বলি না। তবে ধুতি পাঞ্জাবি পরেছিলেন মারাদোনা। আমাকে দাদা ওখান থেকে সেটা জানান। ইস ছবিটা থাকলে যে কী ভাল হত।

Advertisement
maradona
  • 8/13

বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগে খুব কষ্ট করে দাদা মারাদোনার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে ছবিটা তোলে।

maradona
  • 9/13

গোটা বিশ্বজুড়ে প্রচুর বিশ্বকাপ, অলিম্পিক্স, এশিয়ান গেমস কভার করেছেন অমিয় তরফদার।

maradona
  • 10/13

 প্রতি বছরই ফুটবলারদের জন্য নিউমার্কেট বা বাংলার অন্য কোনও প্রান্ত থেকে গিফট নিয়ে গিয়েছেন। 
 

maradona
  • 11/13

সেই গিফট তুলে দিয়েছেন প্রিয় ফুটবলারের হাতে। তবে ফ্যান হিসেবে মারাদোনার হাতে তুলে দেওয়া গিফট একেবারেই স্পেশাল।
 

Advertisement
maradona
  • 12/13

 গোটা তরফদার পরিবারের কাছে তা বিরাট গর্বের।

maradona
  • 13/13

মারাদোনার জন্য ধুতি পাঞ্জাবিও নিয়ে গিয়েছিলেন কলকাতার এই চিত্র সাংবাদিক। যদিও সে বার ছবি তোলার সুযোগ হয়নি। অমিয় তরফদারের দাবি, ধুতি পাঞ্জাবি পরেছিলেন মারাদোনা। 

Advertisement