scorecardresearch
 
Advertisement
খেলা

GT vs RR, IPL Playoffs 2022: গোলাপি-বেগুনি-নীলে সেজেছিল ইডেন, কত দর্শক এসেছিল জানেন? PHOTOS

ইডেনে ফিরল চেনা ছন্দে। দীর্ঘ অপেক্ষার অবসান হল মঙ্গলবার রাতে। দুই বছর পর আবার জমকালো ইডেন গার্ডেন্স। করোনার বিধিনিষেধ সরিয়ে চারদিকে লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি গোটা স্টেডিয়াম জুড়ে।
  • 1/11

ইডেনে ফিরল চেনা ছন্দে। দীর্ঘ অপেক্ষার অবসান হল মঙ্গলবার রাতে। দুই বছর পর আবার জমকালো ইডেন গার্ডেন্স। করোনার বিধিনিষেধ সরিয়ে চারদিকে লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি গোটা স্টেডিয়াম জুড়ে।

দুই বছরে  প্রথমবার হাউসফুল ক্রিকেটের নন্দনকানন। হোম টিম কলকাতা নাইট রাইডার্স প্লে অফে না থাকলেও দর্শক সংখ্যা ৪৭,৭০০।
  • 2/11

দুই বছরে  প্রথমবার হাউসফুল ক্রিকেটের নন্দনকানন। হোম টিম কলকাতা নাইট রাইডার্স প্লে অফে না থাকলেও দর্শক সংখ্যা ৪৭,৭০০। 

স্টেডিয়ামের বাইরেই হোক বা ভেতরে সমস্ত জায়গাতেই এলইডি আলোর ছড়াছড়ি। আলোর চাদরে মুড়ে গিয়েছে গোটা স্টেডিয়াম। বাইশ গজে ব্যাট বলের যুদ্ধের সঙ্গে মিশেছে গ্ল্যামার। 
  • 3/11

স্টেডিয়ামের বাইরেই হোক বা ভেতরে সমস্ত জায়গাতেই এলইডি আলোর ছড়াছড়ি। আলোর চাদরে মুড়ে গিয়েছে গোটা স্টেডিয়াম। বাইশ গজে ব্যাট বলের যুদ্ধের সঙ্গে মিশেছে গ্ল্যামার। 

Advertisement
কয়েক মাস আগেই কলকাতায় হয়েছে ভারতের ম্যাচ। ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ভরেনি ইডেনের গ্যালারি। কিন্তু  পুরোপুরি উল্টো ছবি দেখা গেল এই দিন।
  • 4/11

কয়েক মাস আগেই কলকাতায় হয়েছে ভারতের ম্যাচ। ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ভরেনি ইডেনের গ্যালারি। কিন্তু  পুরোপুরি উল্টো ছবি দেখা গেল এই দিন। 

ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ থেকে। কিন্তু বিকেল ৪টে থেকেই স্টেডিয়ামে ঢোকার লাইনে ক্রিকেট প্রেমীরা।
  • 5/11

ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ থেকে। কিন্তু বিকেল ৪টে থেকেই স্টেডিয়ামে ঢোকার লাইনে ক্রিকেট প্রেমীরা। 

আইপিএলের প্রথম প্লে অফ দেখতে ইডেনে হাজির ছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বোর্ড কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জয় শাহ, রাজীব শুক্লা, ব্রিজেশ প্যাটেল এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • 6/11

আইপিএলের প্রথম প্লে অফ দেখতে ইডেনে হাজির ছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বোর্ড কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জয় শাহ, রাজীব শুক্লা, ব্রিজেশ প্যাটেল এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। 

লাল কার্পেটের ওপর দিয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের মাঠে নামার সময় দুই দিকে জ্বলল কনফেট্টি। চার বা ছক্কা হলেই মাঠের চারিপাশে স্মোক বোম্ব দেখা গেল।
  • 7/11

লাল কার্পেটের ওপর দিয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের মাঠে নামার সময় দুই দিকে জ্বলল কনফেট্টি। চার বা ছক্কা হলেই মাঠের চারিপাশে স্মোক বোম্ব দেখা গেল।

Advertisement
ক্রিকেটের নন্দনকাননে ফিরল মোবাইলের ফ্ল্যাশ। সেই আলোয় যেন আরও মায়াবী ইডেন। ফিরল আইপিএলের সেই চেনা ছবি।
  • 8/11

ক্রিকেটের নন্দনকাননে ফিরল মোবাইলের ফ্ল্যাশ। সেই আলোয় যেন আরও মায়াবী ইডেন। ফিরল আইপিএলের সেই চেনা ছবি। 

কেকেআরের ম্যাচ থাকলে মাঝে মধ্যে শাহরুখ খানকে দেখার সুযোগ থাকে। এদিন আর তা হয়নি। তবে নাই বা থাকল তারকা, ইডেন ফিরল ইডেনেই।
  • 9/11

কেকেআরের ম্যাচ থাকলে মাঝে মধ্যে শাহরুখ খানকে দেখার সুযোগ থাকে। এদিন আর তা হয়নি। তবে নাই বা থাকল তারকা, ইডেন ফিরল ইডেনেই। 

গত দু'বছর যেন এই রাতের অপেক্ষাতেই ছিল কলকাতা। ম্যাচের আগে সৌরভ বলেছিলেন, ভিউয়ারশিপের ঘাটতি পুশিয়ে দেবে ইডেন। হলোও তাই। এখনও বাকি আরও একটা ম্যাচ। বুধবার নামবেন বিরাট কোহলিরা।
  • 10/11

গত দু'বছর যেন এই রাতের অপেক্ষাতেই ছিল কলকাতা। ম্যাচের আগে সৌরভ বলেছিলেন, ভিউয়ারশিপের ঘাটতি পুশিয়ে দেবে ইডেন। হলোও তাই। এখনও বাকি আরও একটা ম্যাচ। বুধবার নামবেন বিরাট কোহলিরা।

কয়েক দিনের মধ্যেই ক্রিকেট হারিয়েছে তিন তারকাকে। ম্যাচের মাঝেই রড মার্শ, শেন ওয়ার্ন আর অ্যান্ড্রু সায়মন্ডসকে স্মরণ করলেন এক ক্রিকেট ভক্ত।
  • 11/11

কয়েক দিনের মধ্যেই ক্রিকেট হারিয়েছে তিন তারকাকে। ম্যাচের মাঝেই রড মার্শ, শেন ওয়ার্ন আর অ্যান্ড্রু সায়মন্ডসকে স্মরণ করলেন এক ক্রিকেট ভক্ত। 

Advertisement