scorecardresearch
 
Advertisement
খেলা

Arun Lal, Bulbul Saha: বিয়ের পর ইডেনে বিরাট-রহুলদের খেলা দেখতে হাজির অরুণ লাল-বুলবুল

বিয়ের পর প্রথমবার ইডেনে খেলা খেলা দেখতে এলেন বাংলা দলের কোচ অরুণ লাল। সঙ্গী তাঁর স্ত্রী বুলবুল সাহা।
  • 1/10

বিয়ের পর প্রথমবার ইডেনে খেলা খেলা দেখতে এলেন বাংলা দলের কোচ অরুণ লাল। সঙ্গী তাঁর স্ত্রী বুলবুল সাহা। 

প্রথমবার ইডেনে একসঙ্গে খেলা দেখছেন বুলবুল ও অরুণ লাল। তাই লখনউ আর ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে উত্তেজিত নব দম্পতি।
  • 2/10

প্রথমবার ইডেনে একসঙ্গে খেলা দেখছেন বুলবুল ও অরুণ লাল। তাই লখনউ আর ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে উত্তেজিত নব দম্পতি।

রঙিন ইডেনে গোলাপী শার্ট, কালো প্যান্ট পরে দারুণ লাগছিল অরুণ লালকে। বুলবুলের পরনে ছিল শাড়ি আর সবুজ ব্লাউজ।
  • 3/10

রঙিন ইডেনে গোলাপী শার্ট, কালো প্যান্ট পরে দারুণ লাগছিল অরুণ লালকে। বুলবুলের পরনে ছিল শাড়ি আর সবুজ ব্লাউজ।

Advertisement
তবে খেলা দেখতে এসে দুই জন কিন্তু দুই দলের সমর্থক। বিরাটদের সমর্থন করছেন অরুণ লাল। আর অন্যদিকে রাহুলদের সমর্থন করতে এসেছেন বুলবুল।
  • 4/10

তবে খেলা দেখতে এসে দুই জন কিন্তু দুই দলের সমর্থক। বিরাটদের সমর্থন করছেন অরুণ লাল। আর অন্যদিকে রাহুলদের সমর্থন করতে এসেছেন বুলবুল।

বিরাটদের দলে রয়েছেন অরুণ লালের ছাত্র আকাশদীপ ও শাহাবাজ আহমেদ। সেই কারণেই বিরাটদের দলকে সমর্থন করছেন বাংলা দলের কোচ।
  • 5/10

বিরাটদের দলে রয়েছেন অরুণ লালের ছাত্র আকাশদীপ ও শাহাবাজ আহমেদ। সেই কারণেই বিরাটদের দলকে সমর্থন করছেন বাংলা দলের কোচ।

অন্যদিকে, কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়েন্টস। কেকেআর না থাকলেও রাহুলদের দলে কলকাতা কানেকশন রয়েছে তাই LSG-কে সমর্থন করছেন বুলবুল।
  • 6/10

অন্যদিকে, কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়েন্টস। কেকেআর না থাকলেও রাহুলদের দলে কলকাতা কানেকশন রয়েছে তাই LSG-কে সমর্থন করছেন বুলবুল। 

তবে ঘরের দল কেকেআর-কে সমর্থন করার ক্ষেত্রে দুই জনেই এক জায়গায়। অরুণ লাল জানালেন, শ্রেয়াস আইয়াররা এবার প্লে অফে পৌঁছতে না পারলেও পরের বার তারা ঠিক পৌঁছে যাবেন প্লে অফে।
  • 7/10

তবে ঘরের দল কেকেআর-কে সমর্থন করার ক্ষেত্রে দুই জনেই এক জায়গায়। অরুণ লাল জানালেন, শ্রেয়াস আইয়াররা এবার প্লে অফে পৌঁছতে না পারলেও পরের বার তারা ঠিক পৌঁছে যাবেন প্লে অফে।

Advertisement
অরুণ লাল যেমন আইপিএল নিয়ে ব্যস্ত ঠিক তেমনি বুলবুল স্কুলের পরীক্ষার খাতা দেখতে ব্যস্ত। তাই হানিমুনে যাওয়া হয়নি এখনও।
  • 8/10

অরুণ লাল যেমন আইপিএল নিয়ে ব্যস্ত ঠিক তেমনি বুলবুল স্কুলের পরীক্ষার খাতা দেখতে ব্যস্ত। তাই হানিমুনে যাওয়া হয়নি এখনও।

শুক্রবারই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাবে বাংলা দল। ২ জুন অরুণ লালের সঙ্গে সেখানে পৌঁছবেন বুলবুল।
  • 9/10

শুক্রবারই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাবে বাংলা দল। ২ জুন অরুণ লালের সঙ্গে সেখানে পৌঁছবেন বুলবুল। 

৩ মে বুলবুল সাহাকে বিয়ে করেন বাংলা দলের কোচ অরুণ লাল।
  • 10/10

৩ মে বুলবুল সাহাকে বিয়ে করেন বাংলা দলের কোচ অরুণ লাল।  

Advertisement