scorecardresearch
 
Advertisement
খেলা

Euro Cup: শুরু মহাযুদ্ধ! প্রথম ম্যাচে বড় জয় ইতালির, আজ মাঠে নামছে ৬ দেশ

1
  • 1/8

শুরু হয়ে গেল ইউরোর মহাযুদ্ধ। ফুটবল বিশ্বকাপের পর ফুটবলের অন্যতম সেরা ও বড় টুর্নামেন্ট হিসাবে ধরা হয় এই টুর্নামেন্টকে। প্রথম দিনেই ধুমধাম আলোর মেলায় ও আতসবাজি দিয়ে শুরু হলো ইউরো কাপ।

 

প্রতিটি ছবির সৌজন্য- ইউরো কাপ টুইটার

2
  • 2/8

ইউরো কাপ নিয়ে উন্মাদনা শুধুমাত্র ইউরোর দেশেই নয়, প্রতিটি দেশেই থাকে এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা। ভারত ও বাংলায় এই নিয়ে উৎসাহ চরমে। শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হলো ইউরো ২০২১।

3
  • 3/8

করোনার কোপ পড়েছিল ইউরো কাপেও। গত বছর ২০২০ সালে হওয়ার কথা ছিলো ফুটবলের এই যুদ্ধ। তবে করোনা ভাইরাসের দাপটে এমনটা হয়নি। ফলে এই ইউরো কাপ পিছতে হয়েছিল কর্মকর্তাদের। ফলে এবার ২০২১ সালে সেই ইউরো কাপ ফের অনুষ্ঠিত করা হচ্ছে।

 

 

Advertisement
4
  • 4/8

ইউরো কাপের পাশাপাশি আরও একটি জনপ্রিয় টুর্নামেন্ট ফুটবলের কোপা আমেরিকা। আমেরিকার দেশ গুলি নিয়ে হয় এই টুর্নামেন্ট অন্যদিকে, ইউরো কাপে অংশগ্রহণ করেন ইউরোর দেশগুলি। এবছর মোট ২৪টি দল অংশগ্রহণ করছে ইউরো কাপে। রয়েছে জার্মান, স্পেন, ইতালি সহ ইংল্যান্ড, পর্তুগালও, ফ্রান্সও।

5
  • 5/8

শনিবার মোট তিনটি ম্যাচ আছে ইউরো কাপে। শনিবার ইউরোর দ্বিতীয় দিনে জমকালো লড়াই হতে চলেছে ওয়েলস বনাম সুইজারল্যান্ড ম্যাচে। এই ম্যাচে ভারতীয় সময়ে ৬.৩০টা শুরু হবে। আজেরবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

6
  • 6/8

এই ম্যাচের পাশাপাশি আরও দুটি ম্যাচ আছে শনিবার রাতে। আরও একটি ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে ফিনল্যান্ড। ভারতীয় সময় রাত ৯.৩০ নাগাদ শুরু হবে এই ম্যাচ। ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এই ম্যাচের পাশাপাশি দ্বিতীয় দিনে ইউরোতে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হলো বেলজিয়াম ও রাশিয়া। রাত ১২.৩০টায় এই দুই দল মুখোমুখি হবে।

7
  • 7/8

শুক্রবার প্রথম দিনেই তুরকিকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালি। এই ইউরো কাপে দারুণ একটা শুরু দিলো ইতালি দল। এই প্রথম তিন গোলে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করলো ইতালি। ইউরো কাপের মঞ্চে এই প্রথম ৩-০ গোলে কোনও দলকে হারালো ইতালি। এর আগে ইতালির এমন রেকর্ড নেই। তুরকি দলকে প্রথম থেকেই জায়গা দেয়নি ইতালি। দারুণ ভাবে ইউরোর শুরুটা করলো এই দল।

Advertisement
8
  • 8/8

ইতালি প্রথমার্ধে একটিও গোল করতে পারেনি তুরকির বিরুদ্ধে। প্রথমার্ধে ইতালিকে বেঁধে রেখেছিল তাঁরা। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণটাই অন্যদিকে, চলে যায়। ম্যাচের ৫৩ মিনিটে প্রথম গোলটি হয় ইতালির। তারপরই তাঁরা ছন্দ পেয়ে যায় ম্যাচের। ৬৬মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইমমোবাইল ও ৭৯মিনিটে তৃতীয় গোলটি করেন লরেন্জো ইনসাইন। ৩-০ গোলে প্রথম ম্যাচ জিতে নেয় ইতালি।

Advertisement