scorecardresearch
 
Advertisement
খেলা

FIFA World Cup 2022 মেয়েটিকে ঘিরে ধরছে সবাই, বিশ্বকাপে কে জিতবে? ভবিষ্যদ্বাণী 'রহস্যময়ী'র, VIDEO VIRAL

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমি ফাইনাল ম্যাচ। প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। বিশ্বকাপের খবরের মাঝেই শিরোনামে রয়েছেন ইভানা নল (Ivana Knoll)। সোশ্যাল মিডিয়ায় একটি ভ
  • 1/8

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমি ফাইনাল ম্যাচ। প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। বিশ্বকাপের খবরের মাঝেই শিরোনামে রয়েছেন ইভানা নল (Ivana Knoll)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন তিনি। দেখা যাচ্ছে, দোহার রাস্তায় সমর্থকদের মাঝে পড়ে গিয়েছেন ইভানা। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ivana Knöll (@knolldoll)


 

বিশ্বকাপের মঞ্চে সৌন্দর্যের প্রতিযোগিতায় জিতে গিয়েছেন এই ক্রোয়েশিয়ান। তবে মাঠের লড়াইয়ে জিততে পারবেন লুকা মদ্রিচরা (Luka Modric)? এটাই এখন সকলের মনে প্রশ্ন।
  • 2/8

বিশ্বকাপের মঞ্চে সৌন্দর্যের প্রতিযোগিতায় জিতে গিয়েছেন এই ক্রোয়েশিয়ান। তবে মাঠের লড়াইয়ে জিততে পারবেন লুকা মদ্রিচরা (Luka Modric)? এটাই এখন সকলের মনে প্রশ্ন। 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ivana Knöll (@knolldoll)

 

কাতারের স্টেডিয়ামগুলিতে ছোট পোষাক পরা নিষিদ্ধ। কিন্তু ইভানা নল এমন পোশাক পরতেন, যা দেখে সকলে তাজ্জব হয়ে যায়। স্টেডিয়ামে বাঁ স্টেডিয়ামের বাইরে নিয়মিত পোশাক বিধি লঙ্ঘন করে চলেছেন ইভানা। ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ভিডিও, ছবি রয়েছে। যা এখন ভাইরাল।
  • 3/8

কাতারের স্টেডিয়ামগুলিতে ছোট পোষাক পরা নিষিদ্ধ। কিন্তু ইভানা নল এমন পোশাক পরতেন, যা দেখে সকলে তাজ্জব হয়ে যায়। স্টেডিয়ামে বাঁ স্টেডিয়ামের বাইরে নিয়মিত পোশাক বিধি লঙ্ঘন করে চলেছেন ইভানা। ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ভিডিও, ছবি রয়েছে। যা এখন ভাইরাল। 
 

Advertisement
এখানেই শেষ নয়, ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনার ম্যাচের আগে, ইভানা নল তাঁর নিজস্ব স্টাইলে বলে দিয়েছেন সেমিফাইনালে কোন দল জিতবে। আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার দুই সমর্থককে পাশাপাশি দাঁড় করান ইভানা। সামনে থেকে ফুটবলে শট মারেন তিনি। তাঁর শট ক্রোয়েশিয়ান সমর্থকে
  • 4/8

এখানেই শেষ নয়, ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনার ম্যাচের আগে, ইভানা নল তাঁর নিজস্ব স্টাইলে বলে দিয়েছেন সেমিফাইনালে কোন দল জিতবে। আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার দুই সমর্থককে পাশাপাশি দাঁড় করান ইভানা। সামনে থেকে ফুটবলে শট মারেন তিনি। তাঁর শট ক্রোয়েশিয়ান সমর্থকের গায়ে লাগলে তিনি জানিয়ে দেন, 'এই ম্যাচে অবশ্যই ক্রোয়েশিয়া জিতবে।'
 

ইভানা নলকে বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে ক্রোয়েশিয়ান পতাকার মত পোশাক পরতে দেখা গেছে।  প্রায় সমস্ত ম্যাচেই স্টেডিয়ামে থেকে তাঁকে দলকে উৎসাহ দিতে দেখা গিয়েছে।
  • 5/8

ইভানা নলকে বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে ক্রোয়েশিয়ান পতাকার মত পোশাক পরতে দেখা গেছে।  প্রায় সমস্ত ম্যাচেই স্টেডিয়ামে থেকে তাঁকে দলকে উৎসাহ দিতে দেখা গিয়েছে। 
 

ইভানা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তাঁকে প্রচুর ভিডিও, ছবি শেয়ার করতে দেখা যায়। প্রচুর ফলোয়ার রয়েছে ক্রোয়েশিয়ান মডেলের। তবে মঙ্গলবারের ফাইনালে ক্রোয়েশিয়ানদের এই লেডি লাক কাজে দেয় কি না সেটাই এখন দেখার।
  • 6/8

ইভানা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তাঁকে প্রচুর ভিডিও, ছবি শেয়ার করতে দেখা যায়। প্রচুর ফলোয়ার রয়েছে ক্রোয়েশিয়ান মডেলের। তবে মঙ্গলবারের ফাইনালে ক্রোয়েশিয়ানদের এই লেডি লাক কাজে দেয় কি না সেটাই এখন দেখার।
 

গতবারের চ্যাম্পিয়নদের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনাও। রাত সাড়ে বারোটায় শুরু হতে চলেছে এই ম্যাচ।  
  • 7/8

গতবারের চ্যাম্পিয়নদের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনাও। রাত সাড়ে বারোটায় শুরু হতে চলেছে এই ম্যাচ।  

Advertisement
ইভানার ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে। তাঁর সৌন্দর্যই এর মূল কারণ। ৫ মিলিয়ন ফলোয়ার হওয়ার পর ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন ক্রোয়েশিয়ান সুন্দরী।  ছবি সৌজন্যে: ইভানার ইনস্টাগ্রাম পেজ
  • 8/8

ইভানার ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে। তাঁর সৌন্দর্যই এর মূল কারণ। ৫ মিলিয়ন ফলোয়ার হওয়ার পর ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন ক্রোয়েশিয়ান সুন্দরী।  ছবি সৌজন্যে: ইভানার ইনস্টাগ্রাম পেজ

Advertisement