scorecardresearch
 
Advertisement
খেলা

FIFA World Cup 2022: সূর্যাস্তে মেসি-রোনাল্ডো, বিশ্বকাপের আকাশে নতুন সূর্য সপ্ত-ফুটবলার

নেইমার (Neymar), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo) বিদায় নিয়েছেন বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে। তবে এখনও লড়াইয়ে টিকে আছেন লিওনেল মেসি (Lionel Messi)। এটাই হয়ত শেষ বিশ্বকাপ এই তিন মহাতারকার জন্যই। তবে বিশ্বকাপের মঞ্চে উঠে আসেন নতুন তারকারা।
  • 1/9

নেইমার (Neymar), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo) বিদায় নিয়েছেন বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে। তবে এখনও লড়াইয়ে টিকে আছেন লিওনেল মেসি (Lionel Messi)। এটাই হয়ত শেষ বিশ্বকাপ এই তিন মহাতারকার জন্যই। তবে বিশ্বকাপের মঞ্চে উঠে আসেন নতুন তারকারা। কাতার বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। একে একে উঠে এসেছেন অনেক ফুটবলার। যাদের স্কিল মুগ্ধ করেছে গোটা বিশ্বের আপামর ফুটবল প্রেমীদের।
 

গঞ্জালো র‍্যামোস: বিশ্বকাপের মঞ্চে প্রথম খেলতে নেমেই হ্যাটট্রিক। নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গায়। এটাই এখনও অবধি এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে হারায় পর্তুগাল। যদিও কোয়ার্টার ফাইনালে সেই ছন্দে খেলতে পারেননি র‍্যামোস (
  • 2/9

গঞ্জালো র‍্যামোস: বিশ্বকাপের মঞ্চে প্রথম খেলতে নেমেই হ্যাটট্রিক। নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গায়। এটাই এখনও অবধি এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে হারায় পর্তুগাল। যদিও কোয়ার্টার ফাইনালে সেই ছন্দে খেলতে পারেননি র‍্যামোস (Goncalo Ramos)। মরক্কোর বিরুদ্ধে ০-১ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল (Portugal)।
 

জামাল মুসিয়ালা: জার্মানি (Germany) এবারের বিশ্বকাপে খুব ভাল কিছু করে দেখেতে পারেনি। তবে দল হিসেবে নয়াররা ব্যর্থ হলেও নজর কেড়েছেন মুসিয়ালা (Jamal Musiala)। যার পা থেকেই তৈরি হয়েছে জার্মানির প্রায় সমস্ত আক্রমণ। গোল করতে পারেনি স্ট্রাইকাররা। তবুও মন ভরিয়ে দি
  • 3/9

জামাল মুসিয়ালা: জার্মানি (Germany) এবারের বিশ্বকাপে খুব ভাল কিছু করে দেখেতে পারেনি। তবে দল হিসেবে নয়াররা ব্যর্থ হলেও নজর কেড়েছেন মুসিয়ালা (Jamal Musiala)। যার পা থেকেই তৈরি হয়েছে জার্মানির প্রায় সমস্ত আক্রমণ। গোল করতে পারেনি স্ট্রাইকাররা। তবুও মন ভরিয়ে দিয়েছেন তরুণ জার্মান ফুটবলার। 
 

Advertisement
আসরফ হাকিমি: মরক্কোর (Morocco) ডিফেন্সে অন্যতম স্তম্ভ হাকিমি। গোটা দলটাই চমকে দিচ্ছে ফুটবল প্রেমীদের। এখনও অবধি মাত্র একটা গোল খেয়েছে মরক্কো। তাও আত্মঘাতী। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, পর্তুগাল কোনও দলই হারাতে পারেনি মরক্কোকে। গোল না খাওয়ার অন্য়তম কারণ হা
  • 4/9

আসরফ হাকিমি: মরক্কোর (Morocco) ডিফেন্সে অন্যতম স্তম্ভ হাকিমি। গোটা দলটাই চমকে দিচ্ছে ফুটবল প্রেমীদের। এখনও অবধি মাত্র একটা গোল খেয়েছে মরক্কো। তাও আত্মঘাতী। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, পর্তুগাল কোনও দলই হারাতে পারেনি মরক্কোকে। গোল না খাওয়ার অন্য়তম কারণ হাকিমি ( Ashraf Hakimi )। বিপক্ষের বাঁ দিক থেকে কোনও ফুটবলার আক্রমণ করতে এলেই রুখে দাঁড়িয়েছেন এই মরোক্কান ফুটবলার। পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপের প্রশংসাও পেয়েছেন হাকিমি।
 

ইয়াসিন বোনো: মরক্কোর গোলরক্ষক বোনো (Yaseen Bounoo) এখন গোটা পৃথিবীর কাছে বেশ পরিচিত এক নাম। বিপক্ষের আক্রমণ তো বটেই টাইব্রেকারেও রাজা মরক্কোর দুর্গের শেষ প্রহরী। এখনও অবধি একটা মাত্র আত্মঘাতী গোল খেতে হয়েছে তাঁকে।
  • 5/9

ইয়াসিন বোনো: মরক্কোর গোলরক্ষক বোনো (Yaseen Bounoo) এখন গোটা পৃথিবীর কাছে বেশ পরিচিত এক নাম। বিপক্ষের আক্রমণ তো বটেই টাইব্রেকারেও রাজা মরক্কোর দুর্গের শেষ প্রহরী। এখনও অবধি একটা মাত্র আত্মঘাতী গোল খেতে হয়েছে তাঁকে। 
 

ইয়ুড বেলিংহ্যাম: ইংল্যান্ডের বেলিংহ্যামও (Jude Bellingham) চমকে দিয়েছেন। কেন, স্টারলিংদের জন্য গোলের ঠিকানা লেখা পাস দিয়ে গিয়েছেন। বিপক্ষের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের চমৎকার বডি ফেন্টিং-এ পরাস্ত করেছেন। যদিও সেমি ফাইনালে যেতে পারেনি ইংল্যান্ড। ফ্রান্সের কা
  • 6/9

ইয়ুড বেলিংহ্যাম: ইংল্যান্ডের বেলিংহ্যামও (Jude Bellingham) চমকে দিয়েছেন। কেন, স্টারলিংদের জন্য গোলের ঠিকানা লেখা পাস দিয়ে গিয়েছেন। বিপক্ষের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের চমৎকার বডি ফেন্টিং-এ পরাস্ত করেছেন। যদিও সেমি ফাইনালে যেতে পারেনি ইংল্যান্ড। ফ্রান্সের কাছে ০-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। 
 

অরেলিয়ান চৌমেনি: ফ্রান্সের এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন চৌমেনি (Aurelien Tchouameni)। তাঁর গোলেই এগিয়ে যায় ফ্রান্স। দুটো শট গোলে রেখেছেন। আর একবার মাত্র
  • 7/9

অরেলিয়ান চৌমেনি: ফ্রান্সের এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন চৌমেনি (Aurelien Tchouameni)। তাঁর গোলেই এগিয়ে যায় ফ্রান্স। দুটো শট গোলে রেখেছেন। আর একবার মাত্র হলুদ কার্ড দেখেছেন তিনি।
 

Advertisement
এনজো ফার্নান্দেজ: আর্জেন্টিনার এই তরুণ তারকা দারুণ ছন্দে রয়েছেন। মেসির পাস থেকে তাঁর করা গোল আর্জেন্টিনার ফ্যানদের মনে থেকে যাবে দীর্ঘদিন। এবারের বিশ্বকাপে এখনও অবধি ৩৫৩ মিনিট মাঠে থেকেছেন তিনি। গোল করার পাশাপাশি মিডফিল্ডেও দারুণ খেলছেন এনজো (Enzo Fernand
  • 8/9

এনজো ফার্নান্দেজ: আর্জেন্টিনার এই তরুণ তারকা দারুণ ছন্দে রয়েছেন। মেসির পাস থেকে তাঁর করা গোল আর্জেন্টিনার ফ্যানদের মনে থেকে যাবে দীর্ঘদিন। এবারের বিশ্বকাপে এখনও অবধি ৩৫৩ মিনিট মাঠে থেকেছেন তিনি। গোল করার পাশাপাশি মিডফিল্ডেও দারুণ খেলছেন এনজো (Enzo Fernandez)। 
 

রিচার্ডলিসন: বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাকভলিতে দুরন্ত গোল করেছিলেন ব্রাজিলের (Brazil) রিচার্ডলিসন (Richarlison)। সার্বিয়ার বিরুদ্ধে করা সেই গোল নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। এবারের বিশ্বকাপে তিনটি গোল রয়েছে তাঁর। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকার
  • 9/9

রিচার্ডলিসন: বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাকভলিতে দুরন্ত গোল করেছিলেন ব্রাজিলের (Brazil) রিচার্ডলিসন (Richarlison)। সার্বিয়ার বিরুদ্ধে করা সেই গোল নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। এবারের বিশ্বকাপে তিনটি গোল রয়েছে তাঁর। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে ব্রাজল দলের।    
 

Advertisement