Advertisement
খেলা

FIFA World Cup 2022: বিশ্বকাপে হারের জের, ব্রাজিল ও খেলা ছেড়ে দিচ্ছেন নেইমার?

  • 1/8

FIF World Cup 2022: ব্রাজিলের টিমের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ সফর সমাপ্ত হয়ে গিয়েছে। শুক্রবার খেলার শেষ আটের মোকাবিলায় ব্রাজিল (Brazil vs Croatia), ক্রোয়েশিয়ার সঙ্গে পেনাল্টি শুট আউটে হেরে গিয়েছে। এই হারের সঙ্গে ব্রাজিলের খেতাব জয়ের আশা আপাতত মুলতবি থাকছে। ব্রাজিল শেষবার ২০০২ সালে খেতাব জিতেছিল।

 

  • 2/8

ব্রাজিলের বিদায়ের পরে নেইমার (Neymar) নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং তাঁকে মাঠেই অঝোর ধারায় কাঁদতে দেখা গিয়েছে। নেইমারকে নিরাশ হয়ে মাঠের উপরই বসে থাকতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে নেইমারের একাধিক ছবি ভাইরাল হচ্ছে।

  • 3/8

৩০ বছর পর নেইমার এই হৃদয় ভাঙ্গা হারের পর রিটায়ারমেন্ট নেওয়ার শঙ্কিত দিয়েছেন। নেইমার প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি জাতীয় দলের জন্য নিজের দরজা একদম বন্ধ করছি না। কিন্তু একশ শতাংশ বলতেও পারছিনা যে আমি আবার ফিরব। আমার জন্য জাতীয় দলে খেলা সঠিক হবে কি না, এ বিষয়ে আমাকে আর একটু বিচার বিবেচনা করতে হবে।

Advertisement
  • 4/8

নেইমার ইন্টারন্যাশনাল কেরিয়ার নিয়ে এখন সাসপেন্স তৈরি করে দিয়েছেন তিনি নিজেই। কিন্তু ঘরোয়া কেরিয়ার নিয়ে তার মানসিকতা স্পষ্ট। বিশ্বকাপের পর যখন ফ্রান্সের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট লিগ ওয়ান ফেড শুরু হতে চলেছে,তখন পিএসজির জন্য অ্যাকশনে তিনি আবার ফিরতে চলেছেন। পিএসজির (PSG) জন্য লিওনেল মেসিও (Leo Messi) খেলবেন।

  • 5/8

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মোকাবিলায় ব্রাজিলের স্টার ফুটবলার নেইমার গোল করেছেন। কিন্তু তিনি দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন। নেইমার এক্সট্রা টাইমের প্রথমে হাফে এই গোল করেন। যার কারণে ব্রাজিল ১-০ তে এগিয়ে গিয়েছিল। কিন্তু ক্রোয়েশিয়া এক্সট্রা টাইমের দ্বিতীয় হাফে গোল করে সমতা ফেরায়, যার কারণে খেলা গিয়ে পৌঁছায় টাইব্রেকার।

  • 6/8

নেইমার ২০১০ সালে ব্রাজিলের সিনিয়ার টিমের জন্য প্রথমবার খেলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেতাব তিনি জিততে পারেননি।শুক্রবার ১ গোল করে তিনি সবচেয়ে বেশি গোল করার বিষয়ে অবশ্যই পেলের সমান সংখ্যায় পৌঁছে গিয়েছেন।

  • 7/8

দেখা গেলে ব্রাজিল টিমের ফিফা ওয়ার্ল্ড কাপে লাগাতার দ্বিতীয়বার সেমিফাইনালে পৌঁছানোর আশা ব্যর্থ হয়েছে। ২০১৮ সালে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল এর দল কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। তখন তারা বেলজিয়ামের কাছে এক দুই গোলে হারে।

 

Advertisement
  • 8/8

সমস্ত ফটো ক্রেডিট-গেটি ইমেজেস

Advertisement