শনিবারের ভারত বাংলাদেশ ম্যাচের পর এখন প্রায় প্রত্যেক ভারতীয়র মুখে একটাই নাম, ইশান কিষাণ (Ishan Kishan)। ব্যাট দিয়ে কার্যত বাংলাদেশি বোলারদের দুরমুশ করেছেন তিনি। ১২৬ বলে দ্বিশতরান করেন ইশান। তাঁর মোট সংগ্রহ ১৩১ বলে ২১০। তার মধ্যে ২৪টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি।
এর আগে আইপিএল-ও (IPL) দাপটের সঙ্গে ব্যাটিং করতে দেখা গিয়েছে ইশান কিষাণকে। আইপিএল-এর অন্যতম দামী খেলোয়াড় ইশান কিষাণ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলেন। ইতিমধ্যে কোটি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ইশান। রয়েছে বেশকিছু বিলাসবহুল গাড়িও।
আদতে বিহারের ঔরঙ্গাবাদ জেলার ইশান কিষাণ খুব অল্প বয়সেই কোটিপতি হয়ে যান। ইশানের ডাবল সেঞ্চুরির কারণে সেলিব্রেশান শুরু হয়ে গিয়েছে তাঁর গ্রামেও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ২০২২-এ দাঁড়িয়ে তাঁর মোট সম্পত্তির পরিমান ৪৫ কোটি টাকা। ইশান একজন উইকেটকিপার-ব্যাটার।
বার্ষিক রোজগার কত?
ইশান্ত কিষাণের বার্ষিক রোজগার প্রায় ৭ কোটি টাকা। ২০২২-এর আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান ইশান কিষাণকে ১৫.২৫ কোটি টাকায় কেনে। এর আগে ২০১৮ সালে তাঁকে ৬.২০ কোটি টাকায় কেনে মুম্বই। এছাড়া আইপিএল-এ গুজরাত লায়ন্সের হয়ও খেলেছেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টে ঝাড়খন্ডের হয়ে খেলেন ইশান।
একাধিক গাড়ি
জানা গিয়েছে ইশান কিষাণের কাছে BMW 5 series-এর একটি গাড়ি রয়েছে, যার দাম প্রায় ৭২ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে ৯২ লক্ষ টাকা দামের Ford Mustang। রয়েছে ১.০৫ কোটি টাকার Mercedes Benz C-Class।
বাবা বিল্ডার
ক্রিকেট খেলার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসাতেও বিনিয়োগ রয়েছে ইশানের। তাঁর বাবা হলেন একজন পেশাদার বিল্ডার এবং মা গৃহবধূ।
আরও পড়ুন - একটু পরেই টেট, পরীক্ষা কেন্দ্রমুখী প্রার্থীরা, যানজট-বাড়তি ভাড়ার অভিযোগ