Advertisement
খেলা

FIFA World Cup 2022: শরীরভর্তি ট্যাটু, কাতার মাতাচ্ছেন এই ফুটবলারের স্ত্রী, PHOTOS

  • 1/8

২০২২ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স (France)। দারুণ খেলে প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে তারা। গত বারের চ্যাম্পিয়নরা এবার খেলবে পোল্যান্ডের (France vs Poland) বিরুদ্ধে। 

  • 2/8

ফরাসি খেলোয়াড়রা মাঠে দুর্দান্ত খেলা দেখালেও, স্ট্যান্ডে তাদের সঙ্গীনিরাও দলকে উৎসাহিত করছেন। এর মধ্যে একজন হলেন ক্রিস্টোফোলি। থিও হার্নান্দেজের (Theo Hernandez) স্ত্রী। ফরাসি দলের গ্রুপ পর্বের ম্যাচের সময় শিরোনামে ছিলেন জো ক্রিস্টোফোলি (Zoe Cristofoli)। 
 

  • 3/8

২৬ বছর বয়সী ক্রিস্টোফোলি একজন ইনস্টাগ্রাম মডেল ও ব্লগার। তাঁর সারা শরীরে নানা ধরনের ট্যাটু রয়েছে। খোলামেলা পোশাকে ট্যাটু দেখাতেও পছন্দ করেন ক্রিস্টোফোলি। এই জন্য তাঁকে ট্যাটু মডেলও বলা হয়।

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZOE (@zoe_cristofoli)

Advertisement
  • 4/8

১৫ বছর বয়স থেকেই ট্যাটুর প্রতি ঝোঁক বাড়তে থাকে ক্রিস্টোফোলির। পিঠ আর ঘাড় পুরোটাই ট্যাটু দিয়ে ঢাকা। ক্রিস্টোফোলির ডান হাতের একটা অংশ ট্যাটুর কারণে কালো হয়ে গিয়েছে। 
 

  • 5/8

২০২০ সাল থেকে ফরাসি ফুটবলারের সঙ্গে রয়েছেন তিনি। ট্যাটুতে আঁকা রয়েছে তাঁর মায়ের মুখ। পেটে রয়েছে দৈত্যকার সাপের ট্যাটু। রয়েছে তাঁর জন্ম সালও। 
 

  • 6/8

একটা সময়, আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার সার্জিও আগুয়েরোর সঙ্গে জো ক্রিস্টোফলির সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। ২০১৮ সালে, দুজনকেই LA নাইটক্লাবের বাইরে দেখা গিয়েছিল। 
 

  • 7/8

জো ক্রিস্টোফলির ইনস্টাগ্রাম পেজে ১.১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ক্রিস্টোফোলি নিয়মিত তার ইনস্টাগ্রামে ট্যাটু সহ নিজের আকর্ষণীয় ছবি পোস্ট করেন।
 

Advertisement
  • 8/8

সকলেই আশা করছেন পোল্যান্ডের বিরুদ্ধে জিতে সহজেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে গতবারের চ্যাম্পিয়নরা। (সমস্ত ছবি-গেটি ইমেজেস ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া)
 

Advertisement