scorecardresearch
 
Advertisement
খেলা

FIFA World Cup 2022: অবিশ্বাস্য গোল, অঘটন থেকে মেসির আবেগ, রইল বিশ্বকাপের ১০ সেরা মুহূর্ত, PHOTOS

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 1/10

গ্রুপের খেলায় ব্রাজিলকে হারিয়ে দেয় ক্যামেরুন। ব্রাজিলের ফিফা Rank ১. আর ক্যামেরনের ৪৩. ফলে এটা সেরা অঘটনের মধ্যে একটি। যা ব্রাজিলকে কিছুটা হলেও আত্মবিশ্বাস নড়িয়ে দেয়।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 2/10

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেয় বিশ্বফুটবলের ছোট দল জাপান। প্রি কোয়ার্টারে স্পেনকে হারিয়ে জাপানের দৌড় অন্যতম সেরা মুহূর্ত।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 3/10

সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছেন। দুটি বিশ্বকাপ খেলেই সেরাদের কাতারে চলে এসেছেন। ফাইনালে একাই হ্যাট্রিক করে দলকে জিতিয়ে দিচ্ছিলেন প্রায়। তাই বুট জিতেও তার নিষ্পৃহ ফটোসেশন অন্যতম মুহূর্ত।

Advertisement
কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 4/10

গ্রুপ লিগের ম্যাচে জাপান অবশ্য আগেই ঝটকা দিয়েছিল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়ে। যে ধাক্কা তারা আর গোটা লিগে সামলে উঠতে পারেনি। শেষমেষ গ্রুপ থেকেই বিদায় হয়েছে তাদের।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 5/10

লুকা মদ্রিচ। নীরবে বিশ্বকাপ খেলে গেলেন। মেসি-এমবাপেদের ভিড়ে তাঁকে নিয়ে বাড়তি মাতামাতি ছিল না। পরপর দুটি বিশ্বকাপে ফাইনালে আর সেমিফাইনালে দলকে পরিচালনা করলেন অধিনায়কের মতোই। আর্জেন্টিনার কাছে হেরে বিদায় বেলায় তাঁর বিষন্ন অথচ বিনম্র অভিবাদন মন কেড়েছে অনেকের।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 6/10

চ্যাম্পিয়ন হলেও প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। যা ৩ নম্বর Rank এর দলের কাছে ধাক্কা। যারা আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এসেছে। সৌদি বিশ্বকাপে আর একটাও ম্যাচ জিততে পারেনি। কিন্তু এই জয় তাঁদের কাছে স্মরণীয় মুহূর্ত।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 7/10

কাতার বিশ্বকাপের অন্যতম সেরা মুহূর্ত জাপানের বিদায়ের পর জাপান কোচের অভিবাদন। কাতারে উপস্থিত সকল জাপানি সমর্থকদের যেভাবে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন তা সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম।

Advertisement
কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 8/10

৩৭ বছরের ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও এটা বোধহয় শেষ বিশ্বকাপ। সুপারস্টারের কাছে বেদনাদায়ক মুহূর্ত। মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার ম্যাচে বেশিক্ষণ খেলার সুযোগ পেলেন না। ম্যাচ শেষে তাঁর কান্নায় ভেঙে পড়ার মুহূর্ত ভাইরাল।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 9/10

আর এই বিশ্বকাপের সর্বসেরা মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মেসির হাতে কাপ। সম্ভবত শেষ বিশ্বকাপ খেলা হয়ে গিয়েছে। বিদায়বেলায় বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে তার অপত্য স্নেহে চুম্বন স্মরণীয় হয়ে থাকবে।

কাতার বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত
  • 10/10

আরও একটা মুহূর্ত যেটাকে সেরার সেরা বললেও ভুল হবে না। তা হল গ্যালারিতে জাপানি দর্শকদের ব্যবহার। প্রতিটি ম্যাচের শেষে তারা গ্যালারি পরিষ্কার করেছেন, তা তাঁদের বিশ্বের সমস্ত মানুষের কাছে প্রিয় করে দিয়েছে। যদিও এই বিশ্বকাপে বারবার এই ঘটনা ঘটেছে। প্রতিবারই এটা সেরা মুহূর্তের মধ্যে থাকবে।

Advertisement