scorecardresearch
 
Advertisement
খেলা

FIFA World Cup Final Indian Celebrities: দর্শকাসনে সৌরভ-ডোনা, দীপিকা-রণবীর, দেখলেন মেসির কাপ জয়, PHOTOS

বিশ্বকাপের (FIFA World Cup Final 2022) ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় লিওনেল মেসির (Lionel Messi)। কাতারে বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির ছিলেন ভারতের সেলিব্রেটিরা। মেসির শেষ বিশ্বকাপ। ফাইনালের আগেই মেসির খেলা দেখতে লুসেইল স্টেডিয়ামে ভিড় করেন তাঁরা।
  • 1/8

বিশ্বকাপের (FIFA World Cup Final 2022) ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় লিওনেল মেসির (Lionel Messi)। কাতারে বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির ছিলেন ভারতের সেলিব্রেটিরা। মেসির শেষ বিশ্বকাপ। ফাইনালের আগেই মেসির খেলা দেখতে লুসেইল স্টেডিয়ামে ভিড় করেন তাঁরা।
 

ফাইনালের আগে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) সঙ্গে নিয়ে কাতার উড়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মেসিদেরই এগিয়ে রেখেছিলেন তিনি। ম্যাচে টানটান উত্তেজনা থাকলেও কাপ উঠল সেই মেসির হাতে।
  • 2/8

ফাইনালের আগে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) সঙ্গে নিয়ে কাতার উড়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মেসিদেরই এগিয়ে রেখেছিলেন তিনি। ম্যাচে টানটান উত্তেজনা থাকলেও কাপ উঠল সেই মেসির হাতে। 
 

সৌরভ ও ডোনার সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন শিল্পপতি পার্থ জিন্দলও (parth jindal)। তাঁরাও আর্জেন্টিনা-ফ্রান্সের (Argentina vs France) ফাইনাল দারুণ ভাবে উপভোগ করেন। সোমবার খেলা দেখতে যাওয়ার বেশ কিছু ছবি ফেসবুকে আপলোড করেন ডোনা গঙ্গোপাধ্যায়।
  • 3/8

সৌরভ ও ডোনার সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন শিল্পপতি পার্থ জিন্দলও (parth jindal)। তাঁরাও আর্জেন্টিনা-ফ্রান্সের (Argentina vs France) ফাইনাল দারুণ ভাবে উপভোগ করেন। সোমবার খেলা দেখতে যাওয়ার বেশ কিছু ছবি ফেসবুকে আপলোড করেন ডোনা গঙ্গোপাধ্যায়।
 

Advertisement
রবিবার সকালের বিমানে কাতার চলে গিয়েছিলেন সৌরভ-ডোনা। ব্রাজিল (Brazil) সমর্থক হলেও, মেসির পায়ের জাদু যে তাঁকে মুগ্ধ করে তা বারবারই জানিয়েছেন বাংলার মহারাজ। আর তাঁর টানেই কাতার পৌঁছে গিয়েছিলেন সৌরভ।
  • 4/8

রবিবার সকালের বিমানে কাতার চলে গিয়েছিলেন সৌরভ-ডোনা। ব্রাজিল (Brazil) সমর্থক হলেও, মেসির পায়ের জাদু যে তাঁকে মুগ্ধ করে তা বারবারই জানিয়েছেন বাংলার মহারাজ। আর তাঁর টানেই কাতার পৌঁছে গিয়েছিলেন সৌরভ।   
 

 

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। তিনিই ট্রফি উন্মোচন করেন। তাঁর সঙ্গে ছিলেন স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইকার ক্যাসিয়াসও (Iker Casillas)।
  • 5/8

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। তিনিই ট্রফি উন্মোচন করেন। তাঁর সঙ্গে ছিলেন স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইকার ক্যাসিয়াসও (Iker Casillas)। 
 

শুধু দীপিকা নন, লুসেইল স্টেডিয়ামে গিয়েছিলেন রনবীর সিংও (Ranveer Singh)। স্ত্রীর সঙ্গে ছবিও তোলেন রণবীর। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
  • 6/8

শুধু দীপিকা নন, লুসেইল স্টেডিয়ামে গিয়েছিলেন রনবীর সিংও (Ranveer Singh)। স্ত্রীর সঙ্গে ছবিও তোলেন রণবীর। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
 

বেশিরভাগ সেলিব্রেটি আর্জেন্টিনাকে সমর্থন করলেও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) গলা ফাটাচ্ছিলেন এমবাপেদের (Kylian Mbappe) জন্য। ইনস্টাগ্রামে ম্যাচ শুরু হওয়ার আগে বলিউড অভিনেতা লেখেন, 'গো ফ্রান্স গো'।
  • 7/8

বেশিরভাগ সেলিব্রেটি আর্জেন্টিনাকে সমর্থন করলেও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) গলা ফাটাচ্ছিলেন এমবাপেদের (Kylian Mbappe) জন্য। ইনস্টাগ্রামে ম্যাচ শুরু হওয়ার আগে বলিউড অভিনেতা লেখেন, 'গো ফ্রান্স গো'। 
 

Advertisement
হাড্ডাহাড্ডি এই ম্যাচে আর্জেন্টিনা জেতার পর মেসি ও তাঁর দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন কার্তিক। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির প্রশংসা করেন তিনি।
  • 8/8

হাড্ডাহাড্ডি এই ম্যাচে আর্জেন্টিনা জেতার পর মেসি ও তাঁর দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন কার্তিক। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির প্রশংসা করেন তিনি। 

Advertisement