৮২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে (Pele)। তিনি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই পেলের অনেক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার কারণে তিনি মারা যান।
পেলের মেয়ে কেলি নাসিমেন্তো গত মাসে পেলেকে হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে পেলের মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।
কিংবদন্তি পেলে ব্রাজিল (Brazil) দলের হয়ে ৩ বার বিশ্বকাপ জিতেছেন। পেলের স্কিল একটা সময় সকলকে মুগ্ধ করেছিল। যার কারণে তাঁকে ফুটবল সম্রাট বলা হয়। ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই রোম্যান্টিক এবং মিশুকে মানুষ।
পেলে জীবনে তিনটি বিয়ে করেছিলেন। অনেক মডেল ও গায়কের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। পেলে ৭ সন্তানের বাবা হয়েছেন। এই ৭ শিশুর মধ্যে ৫ জন মেয়ে এবং ২ জন ছেলে। তারা সবাই একসঙ্গে সুখে সংসার করেন।
মহান ফুটবলার পেলে প্রথমে বিয়ে করেছিলেন রোসেমেরি ডস রেইস চোলবিকে। ১৯৬০ সালে রোসেমেরিকে বিয়ে করেছিলেন পেলে। প্রথম স্ত্রীর ৩ জন সন্তান ছিল। এরপর দুটি মেয়ে ও একটি ছেলে ছিল তাঁর।
প্রথম বিয়ের কয়েক বছর পর ব্রাজিলিয়ান গায়িকা জুক্সার সঙ্গে পেলের সম্পর্ক হয়। এ কারণে পেলের প্রথম বিয়েও ভেঙে যায়। কিন্তু ফুটবল কিংবদন্তি পেলে এবং গায়ক জুক্সার মধ্যে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৮৬ সালে দু'জন আলাদা হয়ে যান।
পেলে ১৯৯৬ সালে অ্যাসিরিয়া লেমোস সেক্সাসকে বিয়ে করেন। এ সময় পেলে যমজ সন্তানের বাবা হন। এবার এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। পেলের দ্বিতীয় বিয়ে ১২ বছর স্থায়ী হয়েছিল।