শুক্রবার সকালে মারাত্মকভাবে আহত হলেন ভারতের (Team India) উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তাঁকে ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর প্লাস্টিক সার্জারি করা হবে।
পন্তের দুর্ঘটনার খবর পেয়ে চুপ করে থাকতে পারলেন না ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela)। এবারেও কারোর নাম না করে নিজের ভারতীয় পোশাকে তোলা একটি ছবি শেয়ার করে লিখলেন, 'প্রার্থনা করছি'। পাশাপাশি 'লাভ' ইমোজিও দেন তিনি।
উর্বশী রাউতেলা ইনস্টাগ্রাম পোস্টে একটি দারুণ ছবি শেয়ার করেছেন৷ পোস্টের ক্যাপশনে যদিও ঋষভ পন্তের নাম লেখেননি৷ লিখেছেন, 'প্রেয়িং' ব্যবহার করেছেন দুটি ইমোজিও।
যদিও বলিউড অভিনেত্রীর এমন আচরণ মেনে নিতে পারেননি ভারতের ক্রিকেট ফ্যানরা। তারা ঊর্বশীকে নাগিন বলে আক্রমণ করতে থাকেন। একের পর এক ট্রোলের স্বীকার হতে হয় ঊর্বশীকে।
উল্ল্যেখ্য, পন্তের গাড়ি দুর্ঘটনায় পড়ার কিছু ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন ঊর্বশী। তবে তাঁর পোস্টে কারও নাম ছিল না।
বেশ কয়েকমাস ধরেই ঊর্বশী ও পন্তের এই লড়াই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একজন আরেকজনের নাম না করেই নানা ধরনের খোঁচা দিচ্ছেন। ফ্যানরাও সুযোগ পেলেই ঊর্বশীকে ট্রোল করতে ছাড়ছে না।
ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনার অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে। পন্তের হাসপাতালে ভর্তি হওয়ার ছবিও দেখা যায়। চিকিৎসক জানিয়েছেন, পন্তের পায়ে গুরুতর চোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত রয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা হচ্ছে পন্তের।