Advertisement
খেলা

IPL 2022: GT-কে সম্মানে ভরাল রাজস্থান সরকার, পুরস্কার হার্দিককেও, PHOTOS

  • 1/9

গুজরাত টাইটান্স (Gujarat Titans) তাদের অভিষেক মরশুমে দুর্দান্ত পারফর্ম করে আইপিএল শিরোপা জিতেছে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাত উইকেটে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল।  

  • 2/9

রবিবার রাজস্থান রয়‍্যালসকে (Rajasthan Royals)৭ উইকেটে হারিয়ে আইপিএলের (IPL) ট্রফি ঘরে তুলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। 

  • 3/9

এই দুর্দান্ত জয়ের পরে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাত টাইটান্সের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। এই সময়, সিএম প্যাটেল পুরো দলকে সম্মান জানান। এর সঙ্গে, মুখ্যমন্ত্রী দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে একটি স্মারকও উপহার দেন। 

Advertisement
  • 4/9

বিকেলে ট্রফি নিয়ে তাঁরা ঘুরে বেড়ালেন হুড খোলা বাসে চেপে। ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, রশিদ খানদের দেখতে ভিড় উপচে পড়ে রাস্তার দুই ধারে।

  • 5/9

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র নয় উইকেটে ১৩০ রান করে রাজস্থান। রাজস্থানের পক্ষে জস বাটলার সর্বোচ্চ ৩৯ ও যশস্বী জয়সওয়াল করেন ২২ রান। গুজরাত টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ১৭ রানে তিনটি উইকেট নেন। সেখানে আর. সাই কিশোরের দুটি উইকেট নেন। 

  • 6/9

জবাবে গুজরাত ১৮.১ ওভারে তিন উইকেটে ১৩৩ রান করে ম্যাচ জিতে নেয়। ওপেনার শুভমান গিল ৪৫ ও ডেভিড মিলার ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৪ রানের অবদান রাখেন। এই হারে রাজস্থানের ১৪ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যায়। 

  • 7/9

ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন হার্দিক পান্ডিয়া, আর জস বাটলার প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন।  
 

Advertisement
  • 8/9

তৃতীয়বারের মতো আইপিএল ফাইনালে কোনো অধিনায়ক এই পুরস্কার জিতেছেন। এর আগে শুধুমাত্র অনিল কুম্বলে (2009) এবং রোহিত শর্মা (2015) এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিলেন।  
 

  • 9/9

হার্দিক পান্ডিয়া চতুর্থ ভারতীয় অধিনায়ক যিনি সামগ্রিকভাবে আইপিএল জিতেছেন। এর আগে সিএসকে অধিনায়ক এমএস ধোনি, গৌতম গম্ভীর এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেছেন। 

Advertisement