
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নতুন দল গুজরাট টাইটানস (GT), তার প্রথম মরশুমেই শিরোপা জিতে সকলকে অবাক করেছে।
 

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা ফাইনালে গুজরাত, রাজস্থান রয়্যালসকে (RR) ৭ উইকেটে হারিয়েছে। 
 

চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী নাতাশার সঙ্গে কুল লুকে হাজির গুজরাত দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর কিছু ছবি গুজরাত টিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। 
 

গুজরাত টাইটান্সের শেয়ার করা ছবিতে হার্দিক ও নাতাশাকে ফুলের বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে।
 

একটি ছবিতে গুজরাত দলের রাহুল তেওটিয়াকে তাঁর স্ত্রী ঋদ্ধি পান্নুর সঙ্গে দেখা গিয়েছে। ঋদ্ধিকে গোলাপি পোশাকে গ্ল্যামার ছড়াতে দেখা গেছে। 
 

ম্যাচ জেতার পর সব খেলোয়াড় রুমে এসে কেক কাটেন। একটি ছবিতে, গুজরাত দলের তারকা স্পিনার রশিদ খান এবং ফাস্ট বোলার মহম্মদ শামিকে তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখে কেক লাগাতে দেখা গিয়েছে। 
 

গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া এবং কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন আশিস নেহরা। দলের এই জয়ে নেহরার ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। 
 

এর আগে কোনও ভারতীয় হেড কোচ তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। নেহরাই প্রথমবার আইপিএল ২০২২-এ একেবারে নতুন টিম নিয়ে এই নজির গড়ে দেখালেন। 
 

ফাইনাল ম্যাচে রাজস্থান দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১০০ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দল। এরপর ৯ উইকেটে  ১৩০ রান তোলে দলটি। জস বাটলার ৩৫ বলে ৩৯ রান করেন।
 

জবাবে গুজরাট দল ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাচে ৩০ বলে ৩৪ রান করা হার্দিক পান্ডিয়া ম্যাচের সেরার খেতাবও পেয়েছিলেন। এই অলরাউন্ডার ম্যাচে দুর্দান্ত বোলিংও দেখান এবং ১৭ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেটও নেন।