scorecardresearch
 
Advertisement
খেলা

দাউদ ইব্রাহিমকে বলেছিলেন Get Out, জন্মদিনে রইল কপিলের অজানা গল্প!

কপিল দেব
  • 1/7

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব আজ ৬২ বছরে পা রাখলেন। ১৯৫৯ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা হারিকেন। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বেই ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। 

কপিল দেব
  • 2/7

একদিনের ক্রিকেটে সবথেকে আগে ২০০ উইকেট শিকার করেছিলেন এই কপিল দেব। পাশাপাশি কপিল দেবই একমাত্র টেস্ট ক্রিকেটার যিনি ৪০০টি উইকেট শিকার করার পাশাপাশি ৫,০০০-এর উপর রানও করেছেন। আসুন এই কপিল দেবকে নিয়ে একটা গল্প আজ আপনাদের বলি, যা আগে হয়ত কখনও আপনারা শোনেননি।

কপিল দেব
  • 3/7

একবার নাকি তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুম থেকে সোজা বেরিয়ে যেতে বলেছিলেন! বিশ্বাস হচ্ছে না তো! এটাই সত্যি। এই ব্যাপারে কপিল নিজের মুখেই ইন্ডিয়া টুডে'কে জানিয়েছিলেন।

Advertisement
কপিল দেব
  • 4/7

বলেছিলেন, "আমার মনে আছে, শারজায় ম্যাচ চলার সময় ড্রেসিংরুমের দিকে এক ভদ্রলোক হেঁটে হেঁটে এগিয়ে আসছিলেন। তিনি ক্রিকেটারদের সঙ্গে কথাও বলতে চাইছিলেন। কিন্তু, আমি তাঁকে ড্রেসিংরুম ছেড়ে যাওয়ার পরামর্শ দিই। কারণ বাইরের কোনও লোককে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে প্রবেশ করার অনুমতি দেওয়া হত না।"

কপিল দেব
  • 5/7

তিনি আরও বলেন, "আমার কথা শোনার পর ওই ভদ্রলোক আর কিছু বলেননি। তিনি চুপচাপ বাইরে বেরিয়ে যান। পরে কেউ এসে আমাকে বলেছিল যে উনি নাকি বম্বের কুখ্যাত স্মাগলার। নাম দাউদ ইব্রাহিম। এর থেকে বেশি কিছু আর হয়নি।"

কপিল দেব
  • 6/7

তবে এই ব্যাপারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার জানিয়েছিলেন যে ওই ম্যাচের পর দাউদ নাকি প্রত্যেক ভারতীয় ক্রিকেটারকে একটি করে টয়োটা গাড়ি উপহার দেবেন বলেছিলেন। যদিও কপিল জানান যে তিনি এই ব্য়াপারে কিছুই জানেন না।

কপিল দেব
  • 7/7

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম। সেদিন, কপিল দেব জ্ঞানে হোক কিংবা অজ্ঞানে যে কাজ করেছিলেন, তা যে যথেষ্ট সাহলিকতার পরিচয় দেয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement