scorecardresearch
 
Advertisement
খেলা

Team India Under 19 Women World Cup Champion: 'মেয়ে যা যা খেতে ভালোবাসে, লিস্ট বানাচ্ছি,' বলছেন রিচার মা, শিলিগুড়িতে উত্‍সব

রিচা ঘোষ
  • 1/10

মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপর একটা রাত কেটে গিয়েছে। কিন্তু এখনও যেন ঘোর কাটছে না গোটা দেশের। কিশোরী মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের প্রাক্তন-বর্তমান খেলোয়াড়রা।

রিচা ঘোষ
  • 2/10

আর তার নিজের শহর শিলিগুড়ি যেন আরও বেশি করে সেই ঘোরে আচ্ছন্ন হয়ে রয়েছে। কারণ ঘরের মেয়ে রিচা ঘোষ চ্যাম্পিয়ন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও উইকেটকিপার ছিলেন। যদিও ফাইনালে ব্য়াট করার সুযোগ আসেনি। তার আগেই কাপ জেতা হয়ে গিয়েছে দলের।

রিচা ঘোষ
  • 3/10

তাতে কী? গোটা শহর এখনও মুগ্ধ আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে। ছেলেদের বা পুরুষদের ব্য়র্থতা ঘুচিয়েছেন মেয়েরা। এমনটাই মনে করছেন সকলে।

Advertisement
রিচা ঘোষ
  • 4/10
রিচা ঘোষ
  • 5/10

বাবা মানবেন্দ্রবাবু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অন্যতম এমপ্যানেল্ড আম্পায়ার। তিনি এই মুহূর্তে তিনি ব্যস্ত কলকাতার ময়দানে ম্যাচ পরিচালনায়। 

রিচা ঘোষ
  • 6/10

মেয়ে এত বড় কীর্তির সাক্ষর রেখেছেন, ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন, যার কোনও প্রভাব তাঁর মধ্যে নেই। তিনি সোমবারও ম্যাচ করছেন। লাঞ্চ ব্রেকে ফোনে ধরা গেল। স্বভাবতই খুশি তিনি।

রিচা ঘোষ
  • 7/10

তিনি জানান, তিনি শিলিগুড়ি ফিরবেন কয়েকদিন পর। আর রিচা? শিলিগুড়ি তো দূর অস্ত,কোথায় কখন থাকবেন,তিনি জানেন না। দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপে যাওয়ার ইচ্ছা আছে,সেখানে গেলে দেখা হতে পারে। তবে সবটাই দলের প্রোটোকলের উপর নির্ভর করছে।

Advertisement
রিচা ঘোষ
  • 8/10

তবু ম্যাচের পর ভিডিও কনফারেন্সে রিচার সঙ্গে কথা হয়েছে বলে জানান। তাঁকে টিমের সদস্য, সাপোর্ট স্টাফদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন রিচা। তিনি কী বলেছেন? "কিছু বলার সুযোগই পাইনি।" অকপটে জানিয়ে জানালেন, সবাইকে শুধু শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রিচাকে জানিয়েছেন সেলিব্রেশন হবে। কিন্তু সামনে আরও বড় দায়িত্ব। কারণ এই দলের রিচা আর দীপ্তি শর্মা সিনিয়র দলের সঙ্গে টি২০ বিশ্বকাপের জন্য যোগ দেবেন।

রিচা ঘোষ
  • 9/10

রিচাদের খেলা গোটাটাই দেখেছেন মা স্বপ্নাদেবী। তিনি এখন মেয়ের অপেক্ষায়। মেয়ে ফিরলে হবে সেলিব্রেশন জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মা-মেয়েতে সপরিবারে নিতে চান জানাতে দ্বিধা করেননি। 

সোমবার দুপুর পর্যন্ত কথা হয়নি। হলে শুভেচ্ছা জানাবেন। সিনিয়র দলের হয়ে এবার জিততে হবে কাপ। সেটাও মনে করিয়ে দেবেন বলে জানাচ্ছেন তিনি। কী কী খেতে ভালবাসে মেয়ে, তার লিস্ট তৈরি করছেন মনে মনে। জানালেন নিজের মনের কথা।

 

রিচা ঘোষ
  • 10/10

অন্য়দিকে শিলিগুড়িতে খুশির হাওয়া শিলিগুড়ি শহরে। নিজের ছোটবেলার ক্লাব বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের কোচ, সদস্যরা ছাড়াও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, যেখান থেকে রিচার জেলা দলের হয়ে যাত্রা শুরু, সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ ভার্মা জানিয়েছেন রিচা শহরে ফিরলে তাঁরা বিশেষভাবে তাঁকে সম্মান জানাবেন। তার আগে চান টি২০ বিশ্বকাপ জিতুক ভারত, প্রচুর রান করুক রিচা। একই মনোভাব অন্যদেরও।

Advertisement