Advertisement
খেলা

সেরা T-20 ক্রিকেটার কে? ৪ জনকে বাছল ICC, নেই কোনও ভারতীয়

  • 1/7

শেষ হতে চলল ২০২১। চলতিবছর করোনা পরিস্থিতিতেও ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট ইনিংস দেখা গিয়েছে। বুধবার টি-২০ ক্রিকেটে চলতি বছর 'প্লেয়ার অব দ্য ইয়ার'-এর মনোনয়ন করল আইসিসি। 

  • 2/7

টি২০ ক্রিকেটে বছরের সেরা ক্রিকেটার বাছতে চার ক্রিকেটারকে মনোনীত করেছে আইসিসি। তাঁরা হলেন- ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হসারঙ্গা, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। এই চারজনের মধ্যে একজনকে 'প্লেয়ার অব দ্য ইয়ার' পুরস্কার দেওয়া হবে। তালিকায় নেই কোনও ভারতীয়। 

  • 3/7

চলতি বছর টি২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। টি২০ বিশ্বকাপেও ভাল খেলেছেন তিনি। চলতি বছর ২৯ ম্যাচে রিজওয়ান করেছেন ১৩২৬ রান। গড় ৭০। 

Advertisement
  • 4/7

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হসারঙ্গাও রয়েছেন পুরস্কারের দৌড়ে। চলতি বছর ২০টি ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ৩৬। এর মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। শুধু বল হাতেই নয় ব্যাটেও কামাল করেছেন এই শ্রীলঙ্কান। অর্ধশতরান করেছেন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

  • 5/7

টি২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়েছিলেন মিচেল মার্শ। চলতি বছর ৬২৭ রান করেছেন। উইকেট পেয়েছেন ৮টি। টি২০ ক্রিকেটে তিন নম্বরে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছেন মার্শ। 

  • 6/7

টি২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়েছিলেন মিচেল মার্শ। চলতি বছর ৬২৭ রান করেছেন। উইকেট পেয়েছেন ৮টি। টি২০ ক্রিকেটে তিন নম্বরে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছেন মার্শ। 

  • 7/7

টি২০ প্লেয়ার অব দ্য ইয়ার মনোনয়ন তালিকায় কোনও ভারতীয়র নাম নেই। তবে টেস্ট প্লেয়ার অব ইয়ার পুরস্কারের জন্য় মনোনীত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।                  
 

Advertisement