scorecardresearch
 
খেলা

Pm Modi In Gym Today : স্পোর্টস ইউনিভার্সিটির শিলান্যাসে গিয়ে জিমে কসরত মোদীর, ভিডিও Viral

নরেন্দ্র মোদী
  • 1/7

রবিবার উত্তরপ্রদেশের মেরঠে স্পোর্টস ইউনিভার্সিটির শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন এক অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সেখানে জিম করলেন তিনি। 
 

নরেন্দ্র মোদী
  • 2/7

শিলান্যাসের আগে সেখানকার সুযোগসুবিধাগুলি খতিয়ে দেখেন মোদী। সেইসময়ই একটি মেশিনে বসে কসরত করেন তিনি। সেই ভিডিওটিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। 

নরেন্দ্র মোদী
  • 3/7

এর আগেও ফিটনেস নিয়ে বার্তা দিতে দেখা গিয়েছে তাঁকে। নিয়মিত যোগ ব্যায়ামও করেন তিনি। এমনকী তাঁর উদ্যোগেই শুরু হয় বিশ্ব যোগ দিবস। 

নরেন্দ্র মোদী
  • 4/7

মেজর ধ্যানচাঁদের নামে ইউনিভার্সিটির (Major Dhyan Chand Sports University Meerut) নাম রাখা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সেখানে যুবসমাজ অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। 

 

নরেন্দ্র মোদী
  • 5/7

মোদী বলেন, এবার মেরঠের সোতিগঞ্জ বাজারে যানবাহন নিয়ে খেলা শেষ হতে চলেছে। বদলে উত্তরপ্রদেশে আসল খেলাকে উৎসাহ দেওয়া হবে। উত্তরপ্রদেশের যুব সম্প্রদায় এবার খেলার দুনিয়ায় ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। 

স্পোর্টস ইউনিভার্সিটি
  • 6/7

মেরঠের সরধনায় এই ইউনিভার্সিটি তৈরি করতে খরচ পড়ছে প্রায় ৭০০ কোটি টাকা। ৯১ একর জমির ওপর তৈরি হচ্ছে এই ইউনিভার্সিটি। 

স্পোর্টস ইউনিভার্সিটি
  • 7/7

এই ইউনিভার্সিটিতে ১,০৮০ খেলোয়াড় একসঙ্গে প্রস্তুতি নিতে পারবেন। আর শুধু তাই নয়, কবাডি, খোখো, কুস্তির মত ইভেন্টে পাঁচ হাজারেরও বেশি মানুষের বসার আয়োজন থাকছে এই ইউনিভার্সিটিতে।