অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াভূমে ২৯ বছর ধরে অধরা টেস্ট সিরিজ। এই রেকর্ড এবার ভাঙতে মরিয়া টিম ইন্ডিয়া। রবিবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। কেমন হতে চলেছে সম্ভাব্য় একাদশ? পাঁচ নম্বরে কি খেলানো হবে রাহানেকে? নাকি শ্রেয়স আইয়ার সুযোগ পাবেন?
রোহিত নেই। ফলে ওপেনিংয়ে রাহুলের সঙ্গী হচ্ছেন ময়ঙ্ক আগরওয়াল। দেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৫০ ও ৬২ রান করেছেন। নিজেকে প্রমাণ করার এর চেয়ে বড় সুযোগ পাবেন না ময়ঙ্ক।
রোহিতের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। তিনিই ওপেন করবেন। গতবার দক্ষিণ আফ্রিকায় একেবারেই ভাল খেলতে পারেননি রাহুল। এবার সেটা বদলের চেষ্টা করবেন।
রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী ভাবা হচ্ছিল। তবে প্রতিভার প্রতি ইদানীং সুবিচার করতে পারছেন না চেতেশ্বর পুজারা। তিন নম্বরে দীর্ঘদিন ধরে তাঁর ব্য়াটে খরা। চল্লিশের বেশি টেস্ট ইনিংসে একটাও শতরান নেই পূজারার। দক্ষিণ আফ্রিকায় রান না পেলে দলে জায়গা হারিয়ে ফেলবেন।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি। ওয়ান ডে ও টি২০-তে আর নেতৃত্ব দেবেন না। দক্ষিণ আফ্রিকায় টেস্টে জবাব দিতে চাইবেন। চার নম্বরে নামবেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকায় তাঁর ফর্মে ফেরার আশা করছেন ভক্তরা।
পাঁচ নম্বর জায়গা নিয়েই অনিশ্চয়তা। ব্যাটে রান না আসায় সহ-অধিনায়কের পদ হারিয়েছেন অজিঙ্ক রাহানে। উল্টো দিকে দেশের মাটিতে অভিষেক টেস্টেই রান শ্রেয়স আইয়ার শতরান ও অর্ধ শতরান হাঁকিয়েছেন। ইন্ডিয়া এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় রান পেয়েছেন হনুমা বিহারীও। ফলে চাপ বাড়ছে মুম্বইকরের উপর। কিন্তু প্রথম টেস্টে একাদশে এগিয়ে আছেন রাহানেই।
ঋষভ পন্থ না ঋদ্ধিমান সাহা- দক্ষিণ আফ্রিকায় উইকেটকিপার হিসেবে কে থাকতে পারেন? ভারত পাঁচ বোলার নিয়ে খেললে পন্থের ব্যাটে ভরসা করতে পারে দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ম্যাচ জেতানো অপরাজিত ৮৯ রানের ইনিংস রয়েছে। দক্ষিণ আফ্রিকায় হয়তো ঋদ্ধিকে বসতে হবে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দলে একজন স্পিনারকেই সুযোগ দেবে ভারত। রবীন্দ্র জাডেজা না থাকায় অশ্বিনই জায়গা পেতে চলেছেন।
গতবার দক্ষিণ আফ্রিকায় তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি। এবারও দলের অন্যতম অস্ত্র তিনিই।
ভারতীয় পেস বিভাগে প্রধান অস্ত্রই যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকায় তাঁর কাছ থেকে অনেক প্রত্য়াশা দলের।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে পাটা উইকেটও মহম্মদ সিরাজকে খেলতে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে বিপক্ষের ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকায় প্রথম একাদশে তাঁর থাকা পাকা।