scorecardresearch
 
Advertisement
খেলা

India vs Australia: অজি প্রধানমন্ত্রীকে নিয়ে আহমেদাবাদের স্টেডিয়ামে মোদী, দেখলেন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ নিয়ে কূটনৈতিক মহলেও আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ (Anthony Albanese) বৃহস্পতিবার গুজরাতের মোতেরাতে ভারত-অস্ট্র
  • 1/7

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ নিয়ে কূটনৈতিক মহলেও আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ (Anthony Albanese) বৃহস্পতিবার গুজরাতের মোতেরাতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত হন।
 

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মোদী। দুই প্রধানমন্ত্রীইকেই মাঠে আনতে বিশেষ বন্দোবস্ত রাখা হয়েছিল। দু'জনেই রথে উঠিয়ে গোটা মাঠ ঘোরানো হয়।
  • 2/7

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মোদী। দুই প্রধানমন্ত্রীইকেই মাঠে আনতে বিশেষ বন্দোবস্ত রাখা হয়েছিল। দু'জনেই রথে উঠিয়ে গোটা মাঠ ঘোরানো হয়। 
 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আলবেনিজ চার দিনের ভারতে সফরে রয়েছেন। তাঁকে এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আহমেদাবাদে অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্থ টেস্ট ম্যাচ দেখার সুযোগ পেয়ে উত্তেজিত দ
  • 3/7

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আলবেনিজ চার দিনের ভারতে সফরে রয়েছেন। তাঁকে এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আহমেদাবাদে অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্থ টেস্ট ম্যাচ দেখার সুযোগ পেয়ে উত্তেজিত দুই প্রবীণ রাষ্ট্রনায়ক।
 

Advertisement
ম্যাচ দেখার পরে, আলবেনিজ উড়ে যাবেন মুম্বইতে। বৃহস্পতিবার ভারতীয় প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ দেশি বিমানবাহী জাহাজ, আইএনএস বিক্রান্তে প্রথম বিদেশী নেতা হিসেবে উঠবেন তিনি।
  • 4/7

ম্যাচ দেখার পরে, আলবেনিজ উড়ে যাবেন মুম্বইতে। বৃহস্পতিবার ভারতীয় প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ দেশি বিমানবাহী জাহাজ, আইএনএস বিক্রান্তে প্রথম বিদেশী নেতা হিসেবে উঠবেন তিনি। 
 

শুক্রবার নয়াদিল্লিতে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক হবে। গত বছর দুই দেশের ঘোষিত বার্ষিক শীর্ষ সম্মেলনে এটিই হবে প্রথম বৈঠক। আলবেনিজদের সঙ্গে ভ্রমণকারী ব্যবসায়িক প্রতিনিধিদল অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরামে অংশ নেবেন।
  • 5/7

শুক্রবার নয়াদিল্লিতে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক হবে। গত বছর দুই দেশের ঘোষিত বার্ষিক শীর্ষ সম্মেলনে এটিই হবে প্রথম বৈঠক। আলবেনিজদের সঙ্গে ভ্রমণকারী ব্যবসায়িক প্রতিনিধিদল অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরামে অংশ নেবেন।

https://twitter.com/narendramodi/status/1633700732858945536

এর আগে তিনি ভারত সফরের অঙ্গ হিসেবে সবরমতীতে মহাত্মা গান্ধীর আশ্রমে যান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজভবনে হোলির অনুষ্ঠানে অংশ নেন। নিজেও হোলি খেলেন।
  • 6/7

এর আগে তিনি ভারত সফরের অঙ্গ হিসেবে সবরমতীতে মহাত্মা গান্ধীর আশ্রমে যান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজভবনে হোলির অনুষ্ঠানে অংশ নেন। নিজেও হোলি খেলেন। 
 

আহমেদাবাদ টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার তাদের লক্ষ্য সিরিজে হার রোখা। অন্যদিকে এই ম্যাচ জিতলেই ফাইনালে যাওয়ার ছাড়পত্র পাবে ভারতীয় দল।
  • 7/7

আহমেদাবাদ টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার তাদের লক্ষ্য সিরিজে হার রোখা। অন্যদিকে এই ম্যাচ জিতলেই ফাইনালে যাওয়ার ছাড়পত্র পাবে ভারতীয় দল। 
 

Advertisement