scorecardresearch
 
Advertisement
খেলা

Rohit Sharma: চাপে মাথা ঠান্ডা রাখতে পারছেন না রোহিত, বারবার মেজাজ হারাচ্ছেন IPL-এর সফল ক্যাপ্টেন

মাঠের মধ্যেই বারে বারে সতীর্থদের সঙ্গে খারাপ আচরণের জন্য সমালোচিত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবারও দেখা গেল তেমনই এক দৃশ্য। মাঠের মধ্যেই সতীর্থ ইশান কিশানকে (Ishan Kishan) চড় কষাতে যান ভারত অধিনায়ক।
  • 1/7

মাঠের মধ্যেই বারে বারে সতীর্থদের সঙ্গে খারাপ আচরণের জন্য সমালোচিত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবারও দেখা গেল তেমনই এক দৃশ্য। মাঠের মধ্যেই সতীর্থ ইশান কিশানকে (Ishan Kishan) চড় কষাতে যান ভারত অধিনায়ক। 
 

তবে এবারই প্রথম নয়, তরুণ ক্রিকেটারদের ওপর বারেবারেই রেগে যেতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। যা নিয়ে আলোচনাও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
  • 2/7

তবে এবারই প্রথম নয়, তরুণ ক্রিকেটারদের ওপর বারেবারেই রেগে যেতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। যা নিয়ে আলোচনাও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

চলতি বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফির প্রথম টেস্টেও চেতেশ্বর পূজারার (Cheteswar Pujara) ওপর রেগে গিয়েছিলেন রোহিত। বাজে শট খেলে পূজারা আউট হওয়ায় রেগে যান তিনি। ব্যাট দিয়ে নিজের প্যডেই মারেন ভারত অধিনায়ক। এরপর বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট
  • 3/7

চলতি বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফির প্রথম টেস্টেও চেতেশ্বর পূজারার (Cheteswar Pujara) ওপর রেগে গিয়েছিলেন রোহিত। বাজে শট খেলে পূজারা আউট হওয়ায় রেগে যান তিনি। ব্যাট দিয়ে নিজের প্যডেই মারেন ভারত অধিনায়ক। এরপর বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট করতে আসার পরে তাঁর সঙ্গেও এই আউটের ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলেন রোহিত। 
 

Advertisement
গতবছর এশিয়া কাপে শ্রীলঙ্কা ম্যাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় আর্শদীপকে (Arshdeep Singh) বল দেওয়ার পর, রোহিতকে কিছু পরামর্শ দিতে যান তরুণ ফাস্ট বোলার। কিন্তু সেই সময় রোহিত পিছন ফিরে চলে যান। কী বলছিলেন সেটা বোঝা না গেলেও ফিল্ডিং বা অন্য কি
  • 4/7

গতবছর এশিয়া কাপে শ্রীলঙ্কা ম্যাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় আর্শদীপকে (Arshdeep Singh) বল দেওয়ার পর, রোহিতকে কিছু পরামর্শ দিতে যান তরুণ ফাস্ট বোলার। কিন্তু সেই সময় রোহিত পিছন ফিরে চলে যান। কী বলছিলেন সেটা বোঝা না গেলেও ফিল্ডিং বা অন্য কিছু বিষয়ে রোহিতকে যে আর্শদীপ কোনও পরামর্শ দিতে যাচ্ছিলেন সেটা বোঝা গিয়েছিল। আর রোহিত সেটা না শুনেই চলে যান।
 

ভারত অস্ট্রেলিয়া টি২০ ম্যাচে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ঘাড় ধরে কিছু বলেন রোহিত। আসলে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলার সময় উইকেট দরকার ছিল ভারতের। উমেশ যাদবের (Umesh Yadav) বলে দুইবার সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। ব্যাটের কানায় বল লাগলেও ডিআরএস নেবেন কিনা তা দী
  • 5/7

ভারত অস্ট্রেলিয়া টি২০ ম্যাচে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ঘাড় ধরে কিছু বলেন রোহিত। আসলে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলার সময় উইকেট দরকার ছিল ভারতের। উমেশ যাদবের (Umesh Yadav) বলে দুইবার সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। ব্যাটের কানায় বল লাগলেও ডিআরএস নেবেন কিনা তা দীনেশ কার্তিককে জিজ্ঞাসা করেন রোহিত। ভারত অধিনায়ককে ডিআরএস নিতে বারন করেন কার্তিক। পরে রিপ্লেতে দেখা যায় ডিআরএস নিলে উইকেট পেতে পারত ভারত। আর এরপরেই কার্তিকের ঘাড় চেপে ধরেন ভারত অধিনায়ক। 
 

শার্দূল ঠাকুরের (Shardul Thakur) ওপর রেগে গিয়েছিলেন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ২৬তম ওভারে দুই উইকেট তুলে নিলেও ওভারের শেষ দুই বলে বাউন্ডারি হওয়ায় রেগে যান ভারত অধিনায়ক। বেশ কিছুটা সময়, শার্দূলকে কিছু একটা বোঝাতে থাকেন রোহিত। তাঁর
  • 6/7

শার্দূল ঠাকুরের (Shardul Thakur) ওপর রেগে গিয়েছিলেন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ২৬তম ওভারে দুই উইকেট তুলে নিলেও ওভারের শেষ দুই বলে বাউন্ডারি হওয়ায় রেগে যান ভারত অধিনায়ক। বেশ কিছুটা সময়, শার্দূলকে কিছু একটা বোঝাতে থাকেন রোহিত। তাঁর চোখ-মুখ দেখে মনে হচ্ছিল বেশ রেগে রয়েছেন ভারত অধিনায়ক।
 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কেএল রাহুল (KL Rahul) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ক্যাচ মিস করায় রেগে গিয়েছিলেন রোহিত। ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই অবস্থায় পরপর দুইবার ক্যাচ ফেলেন ভারতের দুই তারকা। এর জেরেই রেগে যান রোহিত। প্রথম
  • 7/7

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কেএল রাহুল (KL Rahul) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ক্যাচ মিস করায় রেগে গিয়েছিলেন রোহিত। ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই অবস্থায় পরপর দুইবার ক্যাচ ফেলেন ভারতের দুই তারকা। এর জেরেই রেগে যান রোহিত। প্রথমবার উইকেট কিপার রাহুল ক্যাচ মিস করেন। আর এরপর ক্যাচ মিস করেন শার্দূলও। 
 

Advertisement